০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাহদৎ মেম্বার পাড়ার নিজ বাড়ি থেকে জাকির শেখ (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় ইউসুফ শেখ এর ছেলে। জাকির দৌলতদিয়া ঘাট এলাকার পণ্যবাহি পরিবহন শ্রমিকের কাজ করতেন। তাঁর স্ত্রী মাহফুজা খাতুন ও মাহফুজ শেখ নামের ৭ বছর বয়সী একমাত্র ছেলে রয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রথমে তার স্ত্রী ঘরের মেঝতে উপুর হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপারসহ উর্দ্বোতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জাকিরের স্ত্রী মাহফুজা খাতুন বলেন, বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন। প্রতিদিন সন্ধ্যার পর বাড়ি থেকে বের হলে পাশে বাবার বাড়ি গিয়ে থাকতাম। রাত ২টা-৩টার দিকে কোনদিন ভোররাতে বাড়ি ফেরার সময় ফোন দিলে আসতাম। ৭বছর বয়সী ছেলে স্থানীয় মাদ্রাসায় পড়াশুনা করে। রাতে কখন বাড়ি ফিরেছে জানতে পারিনি। সকাল ৬টার দিকে ঘরের দরজা ধাক্কা দিয়ে দেখি ঘরের মেঝতে উপুর হয়ে পড়ে আছে। ফ্লোরে রক্ত পড়ে আছে। জাকির মাঝেমধ্যে এলাকার কিছু বখাটে নেশাগ্রস্ত বন্ধুদের বাড়ি এনে আড্ডা দিতো। সেও নেশার সাথে জড়িয়ে পড়ে। আমার স্বামীকে দুর্বৃত্তরা হত্যা করেছে। আমি স্বামী হত্যার বিচার চাই।

জাকিরের মা পিয়াসী বেগম বলেন, সকালে জাকিরের স্ত্রী ও ছোট ছেলে দাউদের চিৎকার শুনে ঘরের দরজা খুলতে গেলে দেখি বাইরে থেকে শিকল লাগানো। অনেক ধাক্কা ধাক্কির পর দরজা খুলে গেলে দেখি জাকির ঘরের মেঝতে পড়ে আছে।

জাকিরের বাবা ইউসুফ আলী বলেন, বৃহস্পতিবার ভোর ৫টার পর ঘুম থেকে উঠে চরের জমি দেখতে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল ৮টার দিকে স্ত্রী ফোনে জানায়, আমার জাকির আর নাই। কিভাবে সে মারা গেছে জানিনা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছেনা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে না তাকে মেরে ফেলা হয়েছে। আমরা সব বিষয় মাথায় নিয়ে কাজ করছি। প্রাথমিক সকল আলামত সংগ্রহ করে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। তবে হত্যাকান্ড হয়ে থাকলে জড়িতদের রক্ষা নাই।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

পোস্ট হয়েছেঃ ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাহদৎ মেম্বার পাড়ার নিজ বাড়ি থেকে জাকির শেখ (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় ইউসুফ শেখ এর ছেলে। জাকির দৌলতদিয়া ঘাট এলাকার পণ্যবাহি পরিবহন শ্রমিকের কাজ করতেন। তাঁর স্ত্রী মাহফুজা খাতুন ও মাহফুজ শেখ নামের ৭ বছর বয়সী একমাত্র ছেলে রয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রথমে তার স্ত্রী ঘরের মেঝতে উপুর হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপারসহ উর্দ্বোতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জাকিরের স্ত্রী মাহফুজা খাতুন বলেন, বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন। প্রতিদিন সন্ধ্যার পর বাড়ি থেকে বের হলে পাশে বাবার বাড়ি গিয়ে থাকতাম। রাত ২টা-৩টার দিকে কোনদিন ভোররাতে বাড়ি ফেরার সময় ফোন দিলে আসতাম। ৭বছর বয়সী ছেলে স্থানীয় মাদ্রাসায় পড়াশুনা করে। রাতে কখন বাড়ি ফিরেছে জানতে পারিনি। সকাল ৬টার দিকে ঘরের দরজা ধাক্কা দিয়ে দেখি ঘরের মেঝতে উপুর হয়ে পড়ে আছে। ফ্লোরে রক্ত পড়ে আছে। জাকির মাঝেমধ্যে এলাকার কিছু বখাটে নেশাগ্রস্ত বন্ধুদের বাড়ি এনে আড্ডা দিতো। সেও নেশার সাথে জড়িয়ে পড়ে। আমার স্বামীকে দুর্বৃত্তরা হত্যা করেছে। আমি স্বামী হত্যার বিচার চাই।

জাকিরের মা পিয়াসী বেগম বলেন, সকালে জাকিরের স্ত্রী ও ছোট ছেলে দাউদের চিৎকার শুনে ঘরের দরজা খুলতে গেলে দেখি বাইরে থেকে শিকল লাগানো। অনেক ধাক্কা ধাক্কির পর দরজা খুলে গেলে দেখি জাকির ঘরের মেঝতে পড়ে আছে।

জাকিরের বাবা ইউসুফ আলী বলেন, বৃহস্পতিবার ভোর ৫টার পর ঘুম থেকে উঠে চরের জমি দেখতে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল ৮টার দিকে স্ত্রী ফোনে জানায়, আমার জাকির আর নাই। কিভাবে সে মারা গেছে জানিনা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছেনা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে না তাকে মেরে ফেলা হয়েছে। আমরা সব বিষয় মাথায় নিয়ে কাজ করছি। প্রাথমিক সকল আলামত সংগ্রহ করে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। তবে হত্যাকান্ড হয়ে থাকলে জড়িতদের রক্ষা নাই।