০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন, বসতভিটা বিলীন, তিন ফেরিঘাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩নম্বর ফেরি ঘাট এলাকায় বুধবার মধ্যরাতে হঠাৎ ভাঙন দেখা দেয়। ভাঙনে মুহুর্তের মধ্যে একটি পরিবারের বসতভিটা বিলীন হয়েছে। আতঙ্কে আরো চারটি পরিবার অন্যত্র সরে গেছে। প্রায় ১০০ মিটার এলাকায় ভাঙনের কারনে ৩ ও ৪নম্বর ফেরি ঘাট বন্ধ হয়ে গেছে। এর আগে ভাঙনে গত ৬ সেপ্টেম্বর থেকে ৫নম্বর ফেরি ঘাট বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে দৌলতদিয়ার ৩নম্বর ফেরি ঘাট এলাকায় ভাঙন দেখা দেয়। আড়াইটার দিকে ভাঙনের মাত্রা বেড়ে গেলে নদী পাড়ে সিদ্দিক কাজী পাড়ার সালাম বেপারীর বসতভিটা বিলীন হয়ে যায়। আতঙ্কে তাৎক্ষনিক তাদের ঘরের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেয়। এসময় স্থানীয় বাসিন্দাদের মাঝে ভাঙন আতঙ্ক দেখা দেয়। রাতে স্থানীয় ৫টি পরিবার ঘর ভেঙে অন্যত্র সরিয়ে ফেলে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার রাত আড়াইটার দিকে ৩নম্বর ফেরি ঘাট বন্ধ করে দেন। আব্দুস সাত্তার বলেন, বুধবার রাত আড়াইটার দিকে ৩নম্বর ফেরি ঘাট এলাকায় ভাঙন পরিস্থিতি খারাপ দেখে ঘাট বন্ধ করে দেন। প্রায় ১০০ মিটার ভাঙন দেখা দেয়ায় পাশের ৪নম্বর ঘাট ভাঙনের মুখে পড়ে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে ৪নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন,  ৬ সেপ্টেম্বর প্রায় ১০০ মিটার ভাঙন দেখা দেয়ায় ৫ নম্বর ঘাট বন্ধ রয়েছে। ভাঙনে ৩, ৪ ও ৫নম্বর ঘাট বন্ধ থাকায় যান পারাপার ব্যাহত হচ্ছে। বর্তমানে ৬ ও ৭নম্বর ঘাট চালু রয়েছে। ভাঙন প্রতিরোধে বিআইডব্লিউটিএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সাথে দ্রুত সময়ের মধ্যে ৩ ও ৫নম্বর ঘাট চালু করতে অনুরোধ জানানো হয়েছে।

সালাম বেপারীর ছেলে আশিক বেপারী বলেন, শতাধিক পরিবার ফেরিঘাট সংলগ্ন সিদ্দিক কাজী পাড়ায় বাস করছে। বুধবার রাত ২টার পর ৩নম্বর ফেরিঘাট এলাকায় পানির শব্দে ঘুম ভেঙে যায়। চোখের পলকে একটি ঘরের ভিটা বিলীন হয়ে যায়। তাৎক্ষনিক ঘরের জিনিসপত্র সরিয়ে নেই। এ সময় আব্দুর রহিম বেপারী, হান্নান কাজী, মকাই মোল্লা ও একেন বেপারীর ঘর ভেঙে দ্রুত সরিয়ে ফেলে। যাবার কোন জায়গা না থাকায় কোথায় যাব চিন্তা করছি। এখন পর্যন্ত মেম্বার, চেয়ারম্যান কেউ খোঁজ নিতে আসেনি।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, নতুন করে পানি বাড়ায় নদীতে প্রচন্ড স্রোত দেখা দিয়েছে। স্রোতের তীব্রতায় ৩নম্বর ফেরি ঘাট এলাকার প্রায় ১০০ মিটারের মতো ভাঙন দেখা দিয়েছে। খবর পেয়ে সকাল ৬টা থেকে ৩ ও ৪নম্বর ঘাট এলাকা বালুভর্তি জিওব্যাগ ফেলানো হচ্ছে।

তিনি বলেন, আশা করছি আজকের মধ্যে ৩নম্বর ঘাট এলাকায় বালুভর্তি জিওব্যাগ ফেলানো শেষ হবে। ঘাটটি চালু হতে কয়েকদিন সময় লাগবে। এছাড়া ৬ সেপ্টেম্বর ভাঙনে বন্ধ হওয়া ৫নম্বর ঘাটটি চালু করতে পানি কমার অপেক্ষা করছিলাম। কিন্তু নতুন করে পানি বাড়ায় আপাতত চালু করা সম্ভব হচ্ছেনা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন, বসতভিটা বিলীন, তিন ফেরিঘাট বন্ধ

পোস্ট হয়েছেঃ ০৮:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩নম্বর ফেরি ঘাট এলাকায় বুধবার মধ্যরাতে হঠাৎ ভাঙন দেখা দেয়। ভাঙনে মুহুর্তের মধ্যে একটি পরিবারের বসতভিটা বিলীন হয়েছে। আতঙ্কে আরো চারটি পরিবার অন্যত্র সরে গেছে। প্রায় ১০০ মিটার এলাকায় ভাঙনের কারনে ৩ ও ৪নম্বর ফেরি ঘাট বন্ধ হয়ে গেছে। এর আগে ভাঙনে গত ৬ সেপ্টেম্বর থেকে ৫নম্বর ফেরি ঘাট বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে দৌলতদিয়ার ৩নম্বর ফেরি ঘাট এলাকায় ভাঙন দেখা দেয়। আড়াইটার দিকে ভাঙনের মাত্রা বেড়ে গেলে নদী পাড়ে সিদ্দিক কাজী পাড়ার সালাম বেপারীর বসতভিটা বিলীন হয়ে যায়। আতঙ্কে তাৎক্ষনিক তাদের ঘরের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেয়। এসময় স্থানীয় বাসিন্দাদের মাঝে ভাঙন আতঙ্ক দেখা দেয়। রাতে স্থানীয় ৫টি পরিবার ঘর ভেঙে অন্যত্র সরিয়ে ফেলে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার রাত আড়াইটার দিকে ৩নম্বর ফেরি ঘাট বন্ধ করে দেন। আব্দুস সাত্তার বলেন, বুধবার রাত আড়াইটার দিকে ৩নম্বর ফেরি ঘাট এলাকায় ভাঙন পরিস্থিতি খারাপ দেখে ঘাট বন্ধ করে দেন। প্রায় ১০০ মিটার ভাঙন দেখা দেয়ায় পাশের ৪নম্বর ঘাট ভাঙনের মুখে পড়ে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে ৪নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন,  ৬ সেপ্টেম্বর প্রায় ১০০ মিটার ভাঙন দেখা দেয়ায় ৫ নম্বর ঘাট বন্ধ রয়েছে। ভাঙনে ৩, ৪ ও ৫নম্বর ঘাট বন্ধ থাকায় যান পারাপার ব্যাহত হচ্ছে। বর্তমানে ৬ ও ৭নম্বর ঘাট চালু রয়েছে। ভাঙন প্রতিরোধে বিআইডব্লিউটিএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সাথে দ্রুত সময়ের মধ্যে ৩ ও ৫নম্বর ঘাট চালু করতে অনুরোধ জানানো হয়েছে।

সালাম বেপারীর ছেলে আশিক বেপারী বলেন, শতাধিক পরিবার ফেরিঘাট সংলগ্ন সিদ্দিক কাজী পাড়ায় বাস করছে। বুধবার রাত ২টার পর ৩নম্বর ফেরিঘাট এলাকায় পানির শব্দে ঘুম ভেঙে যায়। চোখের পলকে একটি ঘরের ভিটা বিলীন হয়ে যায়। তাৎক্ষনিক ঘরের জিনিসপত্র সরিয়ে নেই। এ সময় আব্দুর রহিম বেপারী, হান্নান কাজী, মকাই মোল্লা ও একেন বেপারীর ঘর ভেঙে দ্রুত সরিয়ে ফেলে। যাবার কোন জায়গা না থাকায় কোথায় যাব চিন্তা করছি। এখন পর্যন্ত মেম্বার, চেয়ারম্যান কেউ খোঁজ নিতে আসেনি।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, নতুন করে পানি বাড়ায় নদীতে প্রচন্ড স্রোত দেখা দিয়েছে। স্রোতের তীব্রতায় ৩নম্বর ফেরি ঘাট এলাকার প্রায় ১০০ মিটারের মতো ভাঙন দেখা দিয়েছে। খবর পেয়ে সকাল ৬টা থেকে ৩ ও ৪নম্বর ঘাট এলাকা বালুভর্তি জিওব্যাগ ফেলানো হচ্ছে।

তিনি বলেন, আশা করছি আজকের মধ্যে ৩নম্বর ঘাট এলাকায় বালুভর্তি জিওব্যাগ ফেলানো শেষ হবে। ঘাটটি চালু হতে কয়েকদিন সময় লাগবে। এছাড়া ৬ সেপ্টেম্বর ভাঙনে বন্ধ হওয়া ৫নম্বর ঘাটটি চালু করতে পানি কমার অপেক্ষা করছিলাম। কিন্তু নতুন করে পানি বাড়ায় আপাতত চালু করা সম্ভব হচ্ছেনা।