শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে শীতার্তদের মাঝে ৭’শ পিস কম্বল বিতরন করেছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য (নং ৩৩৪) সালমা চৌধুরী রুমা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালি চৌধুরী বাড়ির আঙ্গিনা হতে ৪’শ এবং গোয়ালন্দ পৌরসভার কলেজ পাড়া এলাকা হতে ৩’শ শীতার্ত মানুষের হাতে তিনি এ কম্বল তুলে দেন। দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে এ কম্বলগুলো বিতরন করা হয়।
এ সময় রাজবাড়ী জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম মন্ডল জুলহাস, গোয়ালন্দ পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলা চৌধুরী, ছোট ভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রতন চৌধুরী প্রমূখ উপস্হিত ছিলেন।