মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০ দিকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাইদ মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. সাবেকুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য চম্পা আক্তার, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গ্রাম পুলিশ।
সভায় অতিথিরা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। সভায় সুশাসন নিশ্চিত করে টেকসই উন্নয়নের মাধ্যমে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস করার বিষয়ে আলোচকরা গুরুত্বারোপ করেন।