০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ার নিজ বাড়ি থেকে ইউপি সদস্য পান্নু মোল্লার ঝুলন্ত লাশ উদ্ধার

রাজবাড়ীমেইল ডেস্কঃ শনিবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারের নিজ বাড়ি থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম পান্নু মোল্লার (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পান্নু মোল্লা দৌলতদিয়া ইউনিয়নের ১নং বেপারী পাড়া গ্রামের ইয়াকুব মোল্লা ওরফে টোকাই মোল্লার ছেলে।

পান্নু মোল্লা দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। তাঁর এ মৃত্যুকে অনেকে রহস্যজনক বলে মনে করছেন। তবে পুলিশের দাবী, সে আত্মহত্যা করেছে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশ উদ্ধারের পর সুরতাল প্রতিবেন শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

পান্নু মোল্লার পরিবার ও স্থানীয়রা জানান, দৌলতদিয়া বাজার ও যৌনপল্লিতে পান্নুর একাধিক ব্যবসা-বাণিজ্য ছিল। পারিবারিক বিষয় ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে নাান ঝামেলা পোহাচ্ছিলেন। সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেন। শনিবার (২০ জুন) দৌলতদিয়া বাজারের বাড়িতে তার মা ছাড়া দুই স্ত্রীর কেউ ছিলেন না। প্রতিদিন ঘুম থেকে দুপুরের দিকে উঠলেও শনিবার দুপুর গড়িয়ে গেলেও উঠেনি। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলে তাঁকে খুঁজতে কয়েকজন বাড়িতে আসেন। এত বেলায়ও ঘুম থেকে না ওঠায় তার মা ডাকাডাকি করতে থাকেন। সন্ধ্যার পর বাড়ির লোকজন ঘরে ফ্যানের সাথে গলায় গামছা দিয়ে পান্নু মোল্লাকে ঝুলতে দেখে চিৎকার করতে থাকে। স্থানীয়দের সহযোগিতায় পান্নুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। খবর পেয়ে সেখানে থানা পুলিশ উপস্থিত হন। তাঁর অস্বাভাবিক মৃত্যুতে অনেকে রহস্যজনক বলে মনে করছেন।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল জানান, ইউপি নির্বাচনে পান্নু মোল্লাকে এলাকাবাসী ভালবেসে বিপুল ভোটে বিজয়ী করেন। তাঁর অকাল মৃত্যু কেউ মিনে নিতে পারছেন না। পান্নু মোল্লা আত্মহত্যা করেছে না কি মৃত্যুর পিছনে অন্য কোন কারণ রয়েছে বিষয়টি পুলিশকে ভালোভাবে খতিয়ে দেখার অনুরোধ জানান। তবে আমাদের কাছে তাঁর মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান পিপিএম রাজবাড়ীমেইলকে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে পান্নু মোল্লা আত্মহত্যা করেছে। বাড়িতে তাঁর মা ও এক কর্মচারী ছাড়া দুই স্ত্রীর কেউ ছিলেন না। ঘরের জানালা দিয়ে কর্মচারী ঝুলতে দেখে চিৎকার করলে ঘরের দরজা ভেঙ্গে পরিবারের লোকজন উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে পারিবারিক অশান্তি, ঋনের বোঝা এবং অতিরিক্ত নেশার কারণে আত্মহত্যা করতে পারে। ময়না তদন্তের জন্য রাতেই লাশ রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ার নিজ বাড়ি থেকে ইউপি সদস্য পান্নু মোল্লার ঝুলন্ত লাশ উদ্ধার

পোস্ট হয়েছেঃ ০৯:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ শনিবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারের নিজ বাড়ি থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম পান্নু মোল্লার (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পান্নু মোল্লা দৌলতদিয়া ইউনিয়নের ১নং বেপারী পাড়া গ্রামের ইয়াকুব মোল্লা ওরফে টোকাই মোল্লার ছেলে।

পান্নু মোল্লা দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। তাঁর এ মৃত্যুকে অনেকে রহস্যজনক বলে মনে করছেন। তবে পুলিশের দাবী, সে আত্মহত্যা করেছে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশ উদ্ধারের পর সুরতাল প্রতিবেন শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

পান্নু মোল্লার পরিবার ও স্থানীয়রা জানান, দৌলতদিয়া বাজার ও যৌনপল্লিতে পান্নুর একাধিক ব্যবসা-বাণিজ্য ছিল। পারিবারিক বিষয় ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে নাান ঝামেলা পোহাচ্ছিলেন। সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেন। শনিবার (২০ জুন) দৌলতদিয়া বাজারের বাড়িতে তার মা ছাড়া দুই স্ত্রীর কেউ ছিলেন না। প্রতিদিন ঘুম থেকে দুপুরের দিকে উঠলেও শনিবার দুপুর গড়িয়ে গেলেও উঠেনি। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলে তাঁকে খুঁজতে কয়েকজন বাড়িতে আসেন। এত বেলায়ও ঘুম থেকে না ওঠায় তার মা ডাকাডাকি করতে থাকেন। সন্ধ্যার পর বাড়ির লোকজন ঘরে ফ্যানের সাথে গলায় গামছা দিয়ে পান্নু মোল্লাকে ঝুলতে দেখে চিৎকার করতে থাকে। স্থানীয়দের সহযোগিতায় পান্নুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। খবর পেয়ে সেখানে থানা পুলিশ উপস্থিত হন। তাঁর অস্বাভাবিক মৃত্যুতে অনেকে রহস্যজনক বলে মনে করছেন।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল জানান, ইউপি নির্বাচনে পান্নু মোল্লাকে এলাকাবাসী ভালবেসে বিপুল ভোটে বিজয়ী করেন। তাঁর অকাল মৃত্যু কেউ মিনে নিতে পারছেন না। পান্নু মোল্লা আত্মহত্যা করেছে না কি মৃত্যুর পিছনে অন্য কোন কারণ রয়েছে বিষয়টি পুলিশকে ভালোভাবে খতিয়ে দেখার অনুরোধ জানান। তবে আমাদের কাছে তাঁর মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান পিপিএম রাজবাড়ীমেইলকে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে পান্নু মোল্লা আত্মহত্যা করেছে। বাড়িতে তাঁর মা ও এক কর্মচারী ছাড়া দুই স্ত্রীর কেউ ছিলেন না। ঘরের জানালা দিয়ে কর্মচারী ঝুলতে দেখে চিৎকার করলে ঘরের দরজা ভেঙ্গে পরিবারের লোকজন উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে পারিবারিক অশান্তি, ঋনের বোঝা এবং অতিরিক্ত নেশার কারণে আত্মহত্যা করতে পারে। ময়না তদন্তের জন্য রাতেই লাশ রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।