মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে পুলিশের অভিযানে গাঁজাসহ ১ মাদক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত তরুণ হলো, উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া এলাকার নুর হোসেন এর ছেলে আলামিন হোসনে (২৪)।
থানা পুলিশ জানায়, সোমবার (৫ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে দিকে উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান চালিয়ে উক্ত আসামীকে ৪০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায় উক্ত আসামীর বিরুদ্ধে ১ টি নিয়মিত মাদক মামলা রুজু করে সোমবারে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বের আরো ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।