জহুরুল ইসলাম হালিম ও সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে “গোয়ালন্দ ফুটবল একাডেমী কাপ” তিন দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।
টুর্নামেন্টটির আয়োজন করেছে বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতি। সার্বিক সহযোগিতায় রয়েছে গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন “গোয়ালন্দ ফুটবল একাডেমী”।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী। টুর্নামেন্টের উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও গোয়ালন্দ ফুটবল একাডেমী’র চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন।
টুর্নামেন্টের সদস্য সচিব ও গোয়ালন্দ ফুটবল একাডেমী’র সভাপতি গোলাম মোস্তফা সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি রাশেদ রায়হান, সাবেক সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি গনেশ পাল, সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, রাজবাড়ী কণ্ঠের প্রতিনিধি জহিরুল ইসলাম হালিম, গণমুক্তির প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সভাপতি তাহাজ্জুত হোসেন তাহা, সাইফুল ইসলাম রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হুমায়ন আহমেদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় দৌলতদিয়া সোনালী অতীত ক্লাব ৪-১ গোলে উজানচর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। দৌলতদিয়ার হয়ে জিহাদ হ্যাট্রিক করার গৌরব অর্জন করে। উদ্বোধনী খেলায় রেফারি ছিলেন সাবেক ফুটবলার মজিবুর রহমান খান জুয়েল। সহকারি রেফারি ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর সদস্য নিজাম শেখ ও এরশাদ মন্ডল।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে রাজবাড়ী জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল রাজবাড়ী মেইল ডটকম এবং দৈনিক প্রতিদিনের খবর।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাজ্জাদ হোসেন বলেন, ফুটবলের সোনালী অতীত ফিরিয়ে আনতে ও সোনালী অতীত খেলোয়াড়দের মিলনমেলা ঘটাতেই এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ আগামী ১৫সেপ্টেম্বর শুক্রবার উজানচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট এবং তৃতীয় ম্যাচ ২২সেপ্টেম্বর শুক্রবার দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে অনুষ্ঠিত হবে।