মইন মৃধা, গোয়ালন্দঃ দীর্ঘ ৬ বছর পর আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমকে তৃতীয় বারের মতো সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে পূনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী। তিনি সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলীয় নেতৃবৃন্দদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এছাড়াও রাজবাড়ী জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে মো. মোস্তফা মুন্সী বলেন, এ সম্মেলন অধিবেশন সফল করার পিছনে দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিসহ সকল পেশার লোকজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ সফলতার অংশিদার তাঁরাও।
অধিবেশনস্থলে নেতৃবৃন্দ ও কর্মী সর্মথকদের সমবেত করার জন্য গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং মুজিব পাগল যে ত্যাগ এবং শ্রম দিয়েছেন তা স্মরণীয়। সুষ্ঠু ও সুন্দরভাবে অধিবেশন সফল করার পেছনে স্বেচ্ছাসেবক ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশংসার দাবিদার।
সম্মেলনে কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য এবং যেসব জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের পদধূলি পড়েছে তাঁদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তাঁদের অবদান মনে রাখার মতো।
উল্লেখ্য, শনিবার (১৬ অক্টোবর) বিকালে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আংশিক কমিটির সভাপতি হিসাবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুল হাকিমকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেন সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ ফারুক খান।