০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফল ঘোষনা

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ী দুটি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে সংসদীয় আসন ২০৯ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) এর মধ্যে গোয়ালন্দ উপজেলা নৌকা প্রতিকের প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়েছেন। রোববার (৭ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভোট কেন্দ্রগুলোতে মহিলা ও তরুন ভোটারদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। ভোটগ্রহন উপলক্ষে রাজবাড়ীতে প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর ও সতর্ক অবস্থানে ছিলেন। ভোটগ্রহনের সময় রাজবাড়ী জেলার সংসদীয় আসন ১ এর গোয়ালন্দ এলাকায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। জেলাসহ উপজেলায় ভোটগ্রহণ নির্বিঘ্নে ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।

বিকেল ৪ টায় ভোটগ্রহন শেষে প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল জানিয়েছে উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার ১ আসনে আওয়ামী লীগ-সহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র-সহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়ালন্দ উপজেলায় মোট ৪১টি কেন্দ্রে ২২৯টি বুথ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ব্যতীত সব ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়। নির্বাচনে ৪১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২২৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৪৫৮ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।

এছাড়াও উপজেলার মোট ভোটার রয়েছে ৯৯ হাজার ৫৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫০ হাজার ৫৬৬ জন ও নারীর ভোটারের সংখ্যা ৪৮ হাজার ৯৯৪জন। রাজবাড়ী-১ আসনে বিভিন্ন দলের মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিনব‍্যাপী ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ভোটের সংখ‍্যা ৪১ হাজার ৪৫১, বাতিলকৃত ভোটের সংখ্যা ৬৬৪ এবং প্রদত্ত ভোটের সংখ্যা ৪২ হাজার ১১৫।

এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের কাজী কেরামত আলী মোট ভোট পেয়েছেন ২৫ হাজার ৯৩৫ টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইমদাদুল হক বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) পেয়েছেন ১৪ হাজার ৪০২ টি, খোন্দকার হাবিবুর রহমান জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতিক নিয়ে পেয়েছেন ৩২০ টি, ডি এম মজিবুর রহমান তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) প্রতিক নিয়ে পেয়েছেন ৪৪২ টি, মো. আঃ মান্নান মুসল্লী স্বতন্ত্র (ঢেঁকি) প্রতিক নিয়ে পেয়েছেন ২৩৫ টি, স্বপন কুমার মজুমদার স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতিক নিয়ে পেয়েছেন ১১৭ টি।

ফলাফল ঘোষণা সম্পর্কে গোয়ালন্দ উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, গোয়ালন্দে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবাধ সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফল ঘোষনা

পোস্ট হয়েছেঃ ১১:৫৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ী দুটি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে সংসদীয় আসন ২০৯ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) এর মধ্যে গোয়ালন্দ উপজেলা নৌকা প্রতিকের প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়েছেন। রোববার (৭ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভোট কেন্দ্রগুলোতে মহিলা ও তরুন ভোটারদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। ভোটগ্রহন উপলক্ষে রাজবাড়ীতে প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর ও সতর্ক অবস্থানে ছিলেন। ভোটগ্রহনের সময় রাজবাড়ী জেলার সংসদীয় আসন ১ এর গোয়ালন্দ এলাকায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। জেলাসহ উপজেলায় ভোটগ্রহণ নির্বিঘ্নে ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।

বিকেল ৪ টায় ভোটগ্রহন শেষে প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল জানিয়েছে উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার ১ আসনে আওয়ামী লীগ-সহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র-সহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়ালন্দ উপজেলায় মোট ৪১টি কেন্দ্রে ২২৯টি বুথ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ব্যতীত সব ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়। নির্বাচনে ৪১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২২৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৪৫৮ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।

এছাড়াও উপজেলার মোট ভোটার রয়েছে ৯৯ হাজার ৫৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫০ হাজার ৫৬৬ জন ও নারীর ভোটারের সংখ্যা ৪৮ হাজার ৯৯৪জন। রাজবাড়ী-১ আসনে বিভিন্ন দলের মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিনব‍্যাপী ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ভোটের সংখ‍্যা ৪১ হাজার ৪৫১, বাতিলকৃত ভোটের সংখ্যা ৬৬৪ এবং প্রদত্ত ভোটের সংখ্যা ৪২ হাজার ১১৫।

এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের কাজী কেরামত আলী মোট ভোট পেয়েছেন ২৫ হাজার ৯৩৫ টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইমদাদুল হক বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) পেয়েছেন ১৪ হাজার ৪০২ টি, খোন্দকার হাবিবুর রহমান জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতিক নিয়ে পেয়েছেন ৩২০ টি, ডি এম মজিবুর রহমান তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) প্রতিক নিয়ে পেয়েছেন ৪৪২ টি, মো. আঃ মান্নান মুসল্লী স্বতন্ত্র (ঢেঁকি) প্রতিক নিয়ে পেয়েছেন ২৩৫ টি, স্বপন কুমার মজুমদার স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতিক নিয়ে পেয়েছেন ১১৭ টি।

ফলাফল ঘোষণা সম্পর্কে গোয়ালন্দ উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, গোয়ালন্দে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবাধ সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।