০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পদ্মার ভাঙ্গনে চার গ্রামের হাজার বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলীন

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ পদ্মার পানি কমতে থাকায় নদীতে বেড়েছে তীব্র স্রোত। আর এই স্রোতের তীব্রতায় রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের পদ্মা পারের চারটি গ্রামের ফসলী জমিতে প্রচন্ড ভাঙ্গন দেখা দিয়েছে। এতে এসব এলাকার হাজার বিঘা আবাদী ফসলী জমি নদীগর্ভে বিলীন হওয়ায় দিশেহারা হয়ে পরছেন এখানকার চাষিরা।

গত কয়েক দিন ধরে পদ্মার পানি কমতে থাকায় নদীতে স্রোতের তীব্রতা ও ঘুর্ণনের কারনে প্রচন্ড নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের কারনে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বড়চর বেনিনগর, মহাদেবপুর, চরসিলিমপুর ও মেছোঘাটা গ্রামের কয়েক হাজার বিঘা ফসলী জমি নদীতে বিলীন হয়। ভাঙ্গন ধরেছে তীর প্রতিরক্ষা বাধেও। এ ভাঙ্গনে তীর প্রতিরক্ষ বাঁধের প্রায় ২০০মিটার এলাকা সিসিব্লক সহ নদীগর্ভে বিলীন হয়। ভাঙ্গন কবলিত এ কয়েকটি গ্রামের আবাদী ফসলী জমির পটল, মরিচ, পাঁকা ধান, পেঁয়াজ, ঢেঁরষ ও নানা ধরনের সবজী ক্ষেত সহ নদীতে বিলীন হয়েছে কয়েক হাজার বিঘা জমি। ভাঙ্গন অব্যাহত থাকায় হুমকিতে পরেছে আরো হাজার বিঘা আবাদী ফসলী জমি ও তীর প্রতিরক্ষা বাঁধ। নদীর মাঝের অংশে চর পরার কারনে স্রোত ও ঘূর্ণনে নদীর পারে সজোরে আঘাত লাগার কারনে ভাঙ্গনের তীব্রতা বেশি হচ্ছে। ভাঙ্গন ঠেকাতে কতৃপক্ষের গাফিলতি রয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

বড়চর বেনিনগর এলাকার আব্দুস শুকুর আলী মন্ডল, আব্দুর রাজ্জাক, শেফালী বেগম সহ ক্ষতিগ্রস্থ আরো চাষিরা জানান, নদীর পানি কমার সাথে সাথে স্রোত বেড়ে যাওয়ায় তীব্র হচ্ছে নদী ভাঙ্গন। প্রতিদিন আবাদী ফসলী ভাঙ্গনের ফলে তারা এখন দিশেহারা। বার বার ভাঙ্গনে তারা এখন নিঃশ্ব হয়ে পরেছেন। ভাঙ্গন ঠেকাতে নদীর পাড় বাধার অনুরোধ জানান এসব ভুক্তভোগী এলাকাবাসি ও ফসল চাষিরা।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড এর উপবিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, ভাঙ্গনের বিষয়ে উদ্ধতন দপ্তরকে অবহিত করেছেন। এসব স্থানে জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে অস্থায়ীভাবে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। ভাঙ্গন রোধে স্থায়ী কাজের প্রকল্প প্রস্তুত করা হবে এবং মন্ত্রনালয় ও বোর্ডে পাঠানোর জন্যে যাবতীয় ব্যাবস্থা গ্রহনের কথা জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে পদ্মার ভাঙ্গনে চার গ্রামের হাজার বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলীন

পোস্ট হয়েছেঃ ১০:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ পদ্মার পানি কমতে থাকায় নদীতে বেড়েছে তীব্র স্রোত। আর এই স্রোতের তীব্রতায় রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের পদ্মা পারের চারটি গ্রামের ফসলী জমিতে প্রচন্ড ভাঙ্গন দেখা দিয়েছে। এতে এসব এলাকার হাজার বিঘা আবাদী ফসলী জমি নদীগর্ভে বিলীন হওয়ায় দিশেহারা হয়ে পরছেন এখানকার চাষিরা।

গত কয়েক দিন ধরে পদ্মার পানি কমতে থাকায় নদীতে স্রোতের তীব্রতা ও ঘুর্ণনের কারনে প্রচন্ড নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের কারনে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বড়চর বেনিনগর, মহাদেবপুর, চরসিলিমপুর ও মেছোঘাটা গ্রামের কয়েক হাজার বিঘা ফসলী জমি নদীতে বিলীন হয়। ভাঙ্গন ধরেছে তীর প্রতিরক্ষা বাধেও। এ ভাঙ্গনে তীর প্রতিরক্ষ বাঁধের প্রায় ২০০মিটার এলাকা সিসিব্লক সহ নদীগর্ভে বিলীন হয়। ভাঙ্গন কবলিত এ কয়েকটি গ্রামের আবাদী ফসলী জমির পটল, মরিচ, পাঁকা ধান, পেঁয়াজ, ঢেঁরষ ও নানা ধরনের সবজী ক্ষেত সহ নদীতে বিলীন হয়েছে কয়েক হাজার বিঘা জমি। ভাঙ্গন অব্যাহত থাকায় হুমকিতে পরেছে আরো হাজার বিঘা আবাদী ফসলী জমি ও তীর প্রতিরক্ষা বাঁধ। নদীর মাঝের অংশে চর পরার কারনে স্রোত ও ঘূর্ণনে নদীর পারে সজোরে আঘাত লাগার কারনে ভাঙ্গনের তীব্রতা বেশি হচ্ছে। ভাঙ্গন ঠেকাতে কতৃপক্ষের গাফিলতি রয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

বড়চর বেনিনগর এলাকার আব্দুস শুকুর আলী মন্ডল, আব্দুর রাজ্জাক, শেফালী বেগম সহ ক্ষতিগ্রস্থ আরো চাষিরা জানান, নদীর পানি কমার সাথে সাথে স্রোত বেড়ে যাওয়ায় তীব্র হচ্ছে নদী ভাঙ্গন। প্রতিদিন আবাদী ফসলী ভাঙ্গনের ফলে তারা এখন দিশেহারা। বার বার ভাঙ্গনে তারা এখন নিঃশ্ব হয়ে পরেছেন। ভাঙ্গন ঠেকাতে নদীর পাড় বাধার অনুরোধ জানান এসব ভুক্তভোগী এলাকাবাসি ও ফসল চাষিরা।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড এর উপবিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, ভাঙ্গনের বিষয়ে উদ্ধতন দপ্তরকে অবহিত করেছেন। এসব স্থানে জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে অস্থায়ীভাবে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। ভাঙ্গন রোধে স্থায়ী কাজের প্রকল্প প্রস্তুত করা হবে এবং মন্ত্রনালয় ও বোর্ডে পাঠানোর জন্যে যাবতীয় ব্যাবস্থা গ্রহনের কথা জানান।