০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার এক ঢাই ২৬ হাজার আর এক কাতল বিক্রি হলো ২১ হাজারে

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আজ রোববার দুপুরে পদ্মা নদীর একটি ঢাই মাছ বিক্রি হয়েছে ২৬ হাজার টাকায়। একই সাথে আরেকটি কাতলা মাছ বিক্রি হয়েছে ২১ হাজার টাকায়। মাছ দুটি রোববার সকালে গোয়ালন্দের পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। দুপুরের দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার এক ব্যবসায়ী মাছ দুটি কিনেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, আজ রোববার সকালে পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া এলাকার মোহনায় জেলে সাঈদ শেখ ওরফে সাঈদ হালদার সঙ্গীদের নিয়ে জাল ফেলেন। সাঈদ শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইদ্রিস শেখের পাড়ার বাসিন্দা। সকাল ১০টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি কাতলা মাছ। মাছটি বিক্রির জন্য সাঈদ হালদার নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট মাছ বাজারের রওশন মোল্লার আড়ত ঘরে। পরে সেখানে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কিনেন।

ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ বলেন, মাছটি ওজন দিয়ে দেখি প্রায় ১৫ কেজি হয়েছে। ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেন। পরে দুপুরের দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে কথা বলে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে মোট ২১ হাজার টাকায় কাতলটি বিক্রি করি। মাছটি দুপুরে একটি পরিবহনে তুলে দিয়েছি।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ঘাট মাছ বাজারে আড়তদার দুলাল ম-লের আড়ত ঘরে একটি বড় ঢাই মাছ বিক্রির জন্য নিলামে তোলা হয়। এসময় ওজন দিয়ে দেখেন প্রায় ৮ কেজি ৪০০ গ্রাম হয়েছে। মাছটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ ৩ হাজার টাকা কেজি দরে মোট ২৫ হাজার ২০০ টাকায় কিনেন।

ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, ঢাই একটি বিলুপ্ত প্রায় মাছ। পদ্মা নদীর ঢাই অনেক সুস্বাদু মাছ। সহজে নদীতে দেখা মিলেনা। যে কারণে দামও অনেক চড়া। বড় একটি ঢাই মাছ বাজারে ওঠার কথা শুনে দুলাল ম-লের আড়ত ঘর থেকে নিলামে ৩ হাজার টাকা কেজি দরে কিনে নেই। প্রায় সাড়ে ৮ কেজি ওজনের ঢাই মাছের দেখা সহজে মেলেনা। ঢাই মাছের দাম অনেক চড়া, তাই সহজে কেউ কিনতে চাইনা। নারায়ণগঞ্জের এক পরিচিত ব্যবাসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মার এক ঢাই ২৬ হাজার আর এক কাতল বিক্রি হলো ২১ হাজারে

পোস্ট হয়েছেঃ ০৯:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আজ রোববার দুপুরে পদ্মা নদীর একটি ঢাই মাছ বিক্রি হয়েছে ২৬ হাজার টাকায়। একই সাথে আরেকটি কাতলা মাছ বিক্রি হয়েছে ২১ হাজার টাকায়। মাছ দুটি রোববার সকালে গোয়ালন্দের পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। দুপুরের দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার এক ব্যবসায়ী মাছ দুটি কিনেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, আজ রোববার সকালে পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া এলাকার মোহনায় জেলে সাঈদ শেখ ওরফে সাঈদ হালদার সঙ্গীদের নিয়ে জাল ফেলেন। সাঈদ শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইদ্রিস শেখের পাড়ার বাসিন্দা। সকাল ১০টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি কাতলা মাছ। মাছটি বিক্রির জন্য সাঈদ হালদার নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট মাছ বাজারের রওশন মোল্লার আড়ত ঘরে। পরে সেখানে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কিনেন।

ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ বলেন, মাছটি ওজন দিয়ে দেখি প্রায় ১৫ কেজি হয়েছে। ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেন। পরে দুপুরের দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে কথা বলে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে মোট ২১ হাজার টাকায় কাতলটি বিক্রি করি। মাছটি দুপুরে একটি পরিবহনে তুলে দিয়েছি।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ঘাট মাছ বাজারে আড়তদার দুলাল ম-লের আড়ত ঘরে একটি বড় ঢাই মাছ বিক্রির জন্য নিলামে তোলা হয়। এসময় ওজন দিয়ে দেখেন প্রায় ৮ কেজি ৪০০ গ্রাম হয়েছে। মাছটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ ৩ হাজার টাকা কেজি দরে মোট ২৫ হাজার ২০০ টাকায় কিনেন।

ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, ঢাই একটি বিলুপ্ত প্রায় মাছ। পদ্মা নদীর ঢাই অনেক সুস্বাদু মাছ। সহজে নদীতে দেখা মিলেনা। যে কারণে দামও অনেক চড়া। বড় একটি ঢাই মাছ বাজারে ওঠার কথা শুনে দুলাল ম-লের আড়ত ঘর থেকে নিলামে ৩ হাজার টাকা কেজি দরে কিনে নেই। প্রায় সাড়ে ৮ কেজি ওজনের ঢাই মাছের দেখা সহজে মেলেনা। ঢাই মাছের দাম অনেক চড়া, তাই সহজে কেউ কিনতে চাইনা। নারায়ণগঞ্জের এক পরিচিত ব্যবাসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।