নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহ ধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সরকারের আজ্ঞাবহ কোর্ট কতৃক ফরমায়েশী সাজানো রায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজবাড়ী জেলা বিএনপি, রাজবাড়ী আইনজীবি ফোরাম ও অঙ্গ ও সহযেগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাজবাড়ী জেলা বিএনপি, আইনজীবি ফোরাম ও অঙ্গ ও সহযেগী সংগঠনের আয়েজনে বুধবার বিকালে রাজবাড়ী কোর্ট চত্তরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভেকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, এ্যাডভোকেট কেএ বারী, এ্যাডভোকেট নেকবার হোসেন মনি, পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, ছাত্র দলের সভাপতি আরিফুল ইসলাম রোমান।