০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দারা প্রথমবার পেল কোরবানির মাংস

ষ্টাফ রিপোর্টারঃ প্রথমবারের মতো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পুর্বপাড়ায় অবস্থিত দেশের সর্ববৃহৎ যৌনপল্লীর বাসিন্দাদের মাঝে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে। পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহা পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান প্রতিষ্ঠিত উত্তরন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ও চেয়ারম্যান উত্তরন ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের দিন বিকেলে এসব মাংস বিতরণ করা হয়।

যৌনপল্লির যৌনকর্মী, বয়স্ক ব্যক্তি, কাজের মাসিসহ প্রায় দুই হাজার অসহায় নারীর মাঝে জনপ্রতি এক কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়। এ মাংস অবহেলিত এসব মানুষের হাতে তুলে দেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, পিপিএম। প্রথমবারের মতো এ ধরনের কোরবানীর মাংস হাতে পেয়ে সবাই যারপরনায় খুশি। এ সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল জলিল ফকিরের বাড়ির আঙ্গিনায় কোরবানির এ মাংস বিতরণ করা হয়।

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমন রোধে প্রশাসনিক ভাবে গত ২০ মার্চ থেকে যৌনপল্লীতে জনসাধারণের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে করে যৌনপল্লীতে বসবাসরত সহস্রাধিক পরিবার মানবেতর জীবন-যাপন করছেন।

মাংস বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল ফকির, যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্যের সভানেত্রী ঝুমুর বেগম, উত্তরন ফাউন্ডেশনের গোয়ালন্দ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সভানেত্রী মাহিয়া মাহি প্রমুখ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল ফকির বলেন, যৌনপল্লির বাসিন্দারা কখনই ভাবেনি কোরবানীর মাংস পাবেন। এর আগে তাদের সামর্থ অনুযায়ী মাংসের ব্যবস্থা করতেন। এদেরও তো সমাজের অন্যান্যের মতো নাগরিক সুযোগ পাওয়ার অধিকার আছে। সেখানে জেলা পুলিশের উদ্যোগে বড় বড় ৫টি গরু জবাই করে দুই হাজার মানুষের প্রত্যেককে ১ কেজি করে মাংস তুলে দেন। প্রথম বারের মতো কোরবানীর মাংস পেয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহা-পরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমান সমাজের পিছিয়ে পড়া বেদে ও হিজরা জনগোষ্ঠি, অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে শিক্ষা সহ নানা বিষয়ে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে দৌলতদিয়ার পূর্বপাড়ার (যৌনপল্লির) প্রায় দুই হাজার বাসিন্দার জন্য দুই হাজার কেজি কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। যাতে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে মনে করতে পারে যে আমরাও মানুষ।

অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি আরো বলেন, এটা অভূতপূর্ব একটা আনন্দের ঘটনা। তিনি বলেন, আমরা যৌনকর্মীদের মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে জানাযার বন্দোবস্ত করেছি। তারা অনেক অন্যায় অবিচারের শিকার হতো। তা বন্ধ করেছি। তারাও যে মানুষ, মানুষ হিসাবে তারা যাতে মুক্ত আলোয় মর্যাদা লাভ করতে পারে আমরা সে বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দারা প্রথমবার পেল কোরবানির মাংস

পোস্ট হয়েছেঃ ০৭:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ প্রথমবারের মতো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পুর্বপাড়ায় অবস্থিত দেশের সর্ববৃহৎ যৌনপল্লীর বাসিন্দাদের মাঝে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে। পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহা পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান প্রতিষ্ঠিত উত্তরন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ও চেয়ারম্যান উত্তরন ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের দিন বিকেলে এসব মাংস বিতরণ করা হয়।

যৌনপল্লির যৌনকর্মী, বয়স্ক ব্যক্তি, কাজের মাসিসহ প্রায় দুই হাজার অসহায় নারীর মাঝে জনপ্রতি এক কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়। এ মাংস অবহেলিত এসব মানুষের হাতে তুলে দেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, পিপিএম। প্রথমবারের মতো এ ধরনের কোরবানীর মাংস হাতে পেয়ে সবাই যারপরনায় খুশি। এ সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল জলিল ফকিরের বাড়ির আঙ্গিনায় কোরবানির এ মাংস বিতরণ করা হয়।

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমন রোধে প্রশাসনিক ভাবে গত ২০ মার্চ থেকে যৌনপল্লীতে জনসাধারণের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে করে যৌনপল্লীতে বসবাসরত সহস্রাধিক পরিবার মানবেতর জীবন-যাপন করছেন।

মাংস বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল ফকির, যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্যের সভানেত্রী ঝুমুর বেগম, উত্তরন ফাউন্ডেশনের গোয়ালন্দ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সভানেত্রী মাহিয়া মাহি প্রমুখ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল ফকির বলেন, যৌনপল্লির বাসিন্দারা কখনই ভাবেনি কোরবানীর মাংস পাবেন। এর আগে তাদের সামর্থ অনুযায়ী মাংসের ব্যবস্থা করতেন। এদেরও তো সমাজের অন্যান্যের মতো নাগরিক সুযোগ পাওয়ার অধিকার আছে। সেখানে জেলা পুলিশের উদ্যোগে বড় বড় ৫টি গরু জবাই করে দুই হাজার মানুষের প্রত্যেককে ১ কেজি করে মাংস তুলে দেন। প্রথম বারের মতো কোরবানীর মাংস পেয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহা-পরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমান সমাজের পিছিয়ে পড়া বেদে ও হিজরা জনগোষ্ঠি, অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে শিক্ষা সহ নানা বিষয়ে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে দৌলতদিয়ার পূর্বপাড়ার (যৌনপল্লির) প্রায় দুই হাজার বাসিন্দার জন্য দুই হাজার কেজি কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। যাতে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে মনে করতে পারে যে আমরাও মানুষ।

অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি আরো বলেন, এটা অভূতপূর্ব একটা আনন্দের ঘটনা। তিনি বলেন, আমরা যৌনকর্মীদের মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে জানাযার বন্দোবস্ত করেছি। তারা অনেক অন্যায় অবিচারের শিকার হতো। তা বন্ধ করেছি। তারাও যে মানুষ, মানুষ হিসাবে তারা যাতে মুক্ত আলোয় মর্যাদা লাভ করতে পারে আমরা সে বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি।