০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

স্রোতে ফেরি পারাপার ব্যাহত হলেও যানবাহন পারাপারে নেই ভোগান্তি

ইমরান হোসেন ঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে তীব্র স্রোতে ফেরি পারাপার ব্যাহত হলেও ফেরি বেশি থাকায় যানবাহন পারাপারে তেমন ভোগান্তি পোহাতে হচ্ছেনা চালক ও যাত্রীদের। দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় থাকতে হচ্ছে না ঢাকাগামী যানবাহন গুলোকে।

ঈদের পর কর্মমুখী মানুষদের দৌলতদিয়ায় তেমন কোন ভোগান্তি ও যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন চালক ও যাত্রী সাধারন। তবে ঈদের ছুটি শেষে ঘাট পার হতে এখনও কর্মমুখী মানুষদের চাপ তেমন একটা শুরু হয়নি। বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলে ১৫টির পরিবর্তে ১৯টি ফেরি দিয়ে সব ধরনের যানবাহন পরাপার করা হচ্ছিল। তবে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ওই রুটের কিছু যানবাহন দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট হয়ে ঢাকায় প্রবেশ করছে। সেই সাথে রোববার দুটি বড় ফেরি এই নৌপথ থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথে চলে গেছে। বর্তমানে ছোট-বড় মিলে মোট ১৭টি ফেরি চলাচল করছে। আজ সোমবার দুপুরের পর থেকে এমনই গাড়ি দেখা গেছে।

সোমবার সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যানবাহনের মধ্যে ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল আরোহীদের পারাপার হতে দেখা যায় বেশি। যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাক তেমন একটা দেখতে পাওয়া যায়নি। যে পরিমান যানবাহন দৌলতদিয়া ঘাট হয়ে প্রবেশ করছে, যানজট না থাকায় সরাসরি ফেরিতে উঠে পারাপার হতে পারছে। ঈদের আগে ১৫টি ফেরি দিয়ে পারাপার করা হলেও তীব্র স্রোতের কারনে তা ব্যাহত হওয়ায় ফেরির সংখ্যা বাড়ানো হয়। অতিরিক্ত ফেরির কারনে ঈদের পর সরকারি অফিস আদালত শুরু হলেও তেমন কোন ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রী ও যানবাহন চালকদের।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানান, ঈদের আগে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। ঈদের বাড়তি গাড়ির চাপ সামাল দিতে আরো ফেরি বাড়ানো হয়। আরো তিনটি বড় ফেরি যুক্ত হয়ে ১৯টি ফেরি দিয়ে পারাপার করা হয়।শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথে ফেরির প্রয়োজন দেখা দেওয়ায় গত রোববার (২ আগষ্ট) এই নৌপথ থেকে শাহ মখদুম ও শাহ পরান নামক দুটি বড় ফেরি চলে যায়। বর্তমানে ১৭টি ফেরি দিয়ে গাড়ি পারাপার করা হচ্ছে। এছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ৩৩টি লঞ্চ দিয়ে যাত্রীদের পারাপার করা হচ্ছে

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

স্রোতে ফেরি পারাপার ব্যাহত হলেও যানবাহন পারাপারে নেই ভোগান্তি

পোস্ট হয়েছেঃ ০৮:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০

ইমরান হোসেন ঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে তীব্র স্রোতে ফেরি পারাপার ব্যাহত হলেও ফেরি বেশি থাকায় যানবাহন পারাপারে তেমন ভোগান্তি পোহাতে হচ্ছেনা চালক ও যাত্রীদের। দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় থাকতে হচ্ছে না ঢাকাগামী যানবাহন গুলোকে।

ঈদের পর কর্মমুখী মানুষদের দৌলতদিয়ায় তেমন কোন ভোগান্তি ও যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন চালক ও যাত্রী সাধারন। তবে ঈদের ছুটি শেষে ঘাট পার হতে এখনও কর্মমুখী মানুষদের চাপ তেমন একটা শুরু হয়নি। বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলে ১৫টির পরিবর্তে ১৯টি ফেরি দিয়ে সব ধরনের যানবাহন পরাপার করা হচ্ছিল। তবে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ওই রুটের কিছু যানবাহন দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট হয়ে ঢাকায় প্রবেশ করছে। সেই সাথে রোববার দুটি বড় ফেরি এই নৌপথ থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথে চলে গেছে। বর্তমানে ছোট-বড় মিলে মোট ১৭টি ফেরি চলাচল করছে। আজ সোমবার দুপুরের পর থেকে এমনই গাড়ি দেখা গেছে।

সোমবার সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যানবাহনের মধ্যে ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল আরোহীদের পারাপার হতে দেখা যায় বেশি। যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাক তেমন একটা দেখতে পাওয়া যায়নি। যে পরিমান যানবাহন দৌলতদিয়া ঘাট হয়ে প্রবেশ করছে, যানজট না থাকায় সরাসরি ফেরিতে উঠে পারাপার হতে পারছে। ঈদের আগে ১৫টি ফেরি দিয়ে পারাপার করা হলেও তীব্র স্রোতের কারনে তা ব্যাহত হওয়ায় ফেরির সংখ্যা বাড়ানো হয়। অতিরিক্ত ফেরির কারনে ঈদের পর সরকারি অফিস আদালত শুরু হলেও তেমন কোন ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রী ও যানবাহন চালকদের।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানান, ঈদের আগে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। ঈদের বাড়তি গাড়ির চাপ সামাল দিতে আরো ফেরি বাড়ানো হয়। আরো তিনটি বড় ফেরি যুক্ত হয়ে ১৯টি ফেরি দিয়ে পারাপার করা হয়।শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথে ফেরির প্রয়োজন দেখা দেওয়ায় গত রোববার (২ আগষ্ট) এই নৌপথ থেকে শাহ মখদুম ও শাহ পরান নামক দুটি বড় ফেরি চলে যায়। বর্তমানে ১৭টি ফেরি দিয়ে গাড়ি পারাপার করা হচ্ছে। এছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ৩৩টি লঞ্চ দিয়ে যাত্রীদের পারাপার করা হচ্ছে