০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ঝুঁকিপূর্ণ লাইন, ফের নকশিকাঁথা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট-খুলনা রুটের খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১ টার দিকে গোয়ালন্দ পৌরসভার শ্বশান ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট স্টেশন থেকে দৌলতদিয়া ঘাটের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 দুর্ঘটনাকবলিত ট্রেনটি ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অবস্থান করে। ঘটনাস্থলে রয়েছে ওই ট্রেনের পিছনে থাকা একটি মালবাহী বগি। উদ্ধার কার্যক্রম শেষ হলে ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুর্ঘটনার পরেই রিলিভ ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারে কাজ শুরু করেছে।

রাজবাড়ী রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর মো. শফিকুর রহমান স্বপন জানান, খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা মেইল ট্রেনটি দৌলতদিয়া ঘাটে যাত্রী নামানোর পর খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসার সময় গোয়ালন্দ পৌরসভার মহাশশ্মান ঘাট এলাকায় পৌছলে পেছনে থাকা মালবাহী বগিটি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি উদ্ধারে কাজ চলমান রয়েছে।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল জলিল বলেন, দুপুর পৌনে ১ টার দিকে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনটির পেছনের বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটির বগি উদ্ধারে মেইল ট্রেন এসে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, গোয়ালন্দ ঘাট থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এ রুটে ট্রেনের লাইন খুবই ঝুকিপূর্ণ। আমরা এ ব্যাপারে কর্তৃপক্ষকে অবগত করেছি।

স্থানীয়রা জানান, মহাশশ্মানঘাট এলাকায় দুপুরে নকশীকাঁথা ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনটির দুটি চাকা নিচে পড়ে গেছে।এতে কোনও যাত্রী বা আশপাশে থাকা বাড়িঘর ও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তারা আতঙ্কিত হয়েছেন। তারা আরো বলেন, গত দুই মাস আগেও দৌলতদিয়া ঘাটের ফকিরপাড়া এলাকায় এ ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আমরা এ রুটের ট্রেনের লাইনটি নতুন চাই।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ আগস্ট দুপুরে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি দৌলতদিয়া ঘাট এলাকায় লাইনচ্যুত হয়ে যায়। ১১ ঘন্টা পর ট্রেনটির বগি উদ্ধার করে এ রুট সচল করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ঝুঁকিপূর্ণ লাইন, ফের নকশিকাঁথা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত

পোস্ট হয়েছেঃ ০৬:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট-খুলনা রুটের খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১ টার দিকে গোয়ালন্দ পৌরসভার শ্বশান ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট স্টেশন থেকে দৌলতদিয়া ঘাটের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 দুর্ঘটনাকবলিত ট্রেনটি ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অবস্থান করে। ঘটনাস্থলে রয়েছে ওই ট্রেনের পিছনে থাকা একটি মালবাহী বগি। উদ্ধার কার্যক্রম শেষ হলে ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুর্ঘটনার পরেই রিলিভ ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারে কাজ শুরু করেছে।

রাজবাড়ী রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর মো. শফিকুর রহমান স্বপন জানান, খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা মেইল ট্রেনটি দৌলতদিয়া ঘাটে যাত্রী নামানোর পর খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসার সময় গোয়ালন্দ পৌরসভার মহাশশ্মান ঘাট এলাকায় পৌছলে পেছনে থাকা মালবাহী বগিটি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি উদ্ধারে কাজ চলমান রয়েছে।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল জলিল বলেন, দুপুর পৌনে ১ টার দিকে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনটির পেছনের বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটির বগি উদ্ধারে মেইল ট্রেন এসে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, গোয়ালন্দ ঘাট থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এ রুটে ট্রেনের লাইন খুবই ঝুকিপূর্ণ। আমরা এ ব্যাপারে কর্তৃপক্ষকে অবগত করেছি।

স্থানীয়রা জানান, মহাশশ্মানঘাট এলাকায় দুপুরে নকশীকাঁথা ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনটির দুটি চাকা নিচে পড়ে গেছে।এতে কোনও যাত্রী বা আশপাশে থাকা বাড়িঘর ও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তারা আতঙ্কিত হয়েছেন। তারা আরো বলেন, গত দুই মাস আগেও দৌলতদিয়া ঘাটের ফকিরপাড়া এলাকায় এ ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আমরা এ রুটের ট্রেনের লাইনটি নতুন চাই।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ আগস্ট দুপুরে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি দৌলতদিয়া ঘাট এলাকায় লাইনচ্যুত হয়ে যায়। ১১ ঘন্টা পর ট্রেনটির বগি উদ্ধার করে এ রুট সচল করা হয়।