০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর মুকুন্দিয়ার শত বছরের পুরোনো জোড়া মঠ মন্দির পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

ইমরান হোসেনঃ রাজবাড়ী জেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়ায় অবস্থিত সবচেয়ে দীর্ঘ প্রায় ৮০ ফুট উচ্চতার পুরাতন ঐতিহ্যের নিদর্শন দ্বারকানাথ সাহার স্মৃতি জোড়া মঠ মন্দিরের পাশে থাকা তাঁর স্ত্রীর ছোট মঠটি ভেঙ্গে পরেছে। ঝুঁকিতে রয়েছে দ্বারকানাথের বড় মঠটি। ছোট মঠটি ভেঙ্গে পরার সময় বড়টি হেলে পরেছে পাশে মাটি কেটে নেওয়ার ফলে।

শুক্রবার সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান খান পরিদর্শন করেছেন। মুকুন্দিয়ায় দ্বারকানাথ সাহার বড় স্মৃতি মঠ মন্দিরের পাশে অবস্থিত তাঁর স্ত্রীর নামে ছোট মঠটি ভেঙ্গে পরায় সে স্থানটি ঘুরে দেখেন তাঁরা।

পরিদর্শন শেষে পুরাতন এ ঐতিহ্যগুলো সংরক্ষন করতে সবার সাথে বসে সিদ্ধন্ত গ্রহন করবেন। এই মঠ মন্দিরটি স্বানুজগন সহ ও শ্রী সরোজেন্দ্রনাথ সাহা চৌধুরী কতৃক বাংলা ১৩২৩ সালে স্থাপিত করা হয় মঠ মিন্দিরটি। ১০৫ বছরের পুরোনো মঠ মন্দিরটি গত মাসের মাঝে এই দ্বারকানাথ সাহার মঠটির পাশে তার স্ত্রীর ছোট মঠটি ভেঙ্গে পড়ে। ঐতিহ্য রক্ষা ও সংরক্ষনের দাবীতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন তারা বাকি দ্বারকানাথ সাহার যে বড় মঠ মন্দিরটি অক্ষত রয়েছে তা রক্ষনাবেক্ষনের জন্যে একটি ৭ সদস্য বিশিস্ট কমিটি করেছেন। ভাঙ্গা মঠটির অবশিষ্ট কিছু পুরাতন ইট রয়েছে সেগুলো প্রয়োজন অনুসারে অন্যান্য মন্দিরে যদি কোন উন্নয়নের কাজে লাগে তারা ভেঙ্গে পরা মঠটির ইট নিয়ে কাজ করতে পারবেন বলে জানান।

এলাকাবাসিরা জানান, মঠটির সাথে একটি স্বল্প গভিরের পুকুর রয়েছে। মঠের চারপাশ থেকে মাটি কেটে নেয়ায় ছোট মঠটি গত বৃষ্টির দিন ভেঙ্গে পরে বলে জানান।

উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস বলেন, পাঁচুরিয়া ইউনিয়নটি জমিদার অধ্যুষিত এলাকা। জমিদাররা শীতের সময় এখানে আসতেন পূজা পার্বন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তারা অংশগ্রহন করতেন। এখানকার ছোট মঠটি ভেঙ্গে পরায় সে স্থানটি পরিদর্শনে এসেছেন। সরকার এবং প্রত্নতাত্বিক বিভাগ যদি এটাকে নিয়ে কোন কাজ করে তাহলে তারা প্রস্তাব রাখবেন সংরক্ষেনের জন্যে। স্মৃতি চিহ্ন ধরে রাখতে সকলের সহযোগীতা একান্তভাবে প্রয়োজন বলে। ইতমধ্যে উপর মহলে এ বিষয়ে তিনি কথা বলেছেন। রাজবাড়ীর বিভিন্ন পর্যটন এরিয়া হিসেবে পদ্মার রিভার বেইজে কিছু পর্যটন কেন্দ্র করার প্রস্তাব দিয়েছেন। পাঁচুরিয়া ইউনিয়ন একটি পুরাকৃীর্তী ও জমিদারদের বহু স্থপনা, বাড়ি, সান বাঁধানো পুকুর ও মঠ মন্দির সহ বিভিন্ন স্থাপনা রয়েছে। হিন্দু ধর্মাবলম্বিদের শত বছরের পুরোনো ঐতিহ্যগুলো রক্ষনাবেক্ষন করে সংরক্ষন করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান বলেন, সদর উপজেলার পাঁচুরিয়ায় অবস্থিত শত বছরের পুরোনো জোরা মঠ মন্দিরের পাশের মঠটি ভেঙ্গে পরেছে কয়েকদিন আগে। সে স্থানটি তিনিসহ উপজেলা চেয়ারম্যান, স্থানীয় জন প্রতিনিধি ও এলাকাবাসি পরিদর্শন করেছেন। মঠটি ভেঙ্গে পরা ও দ্বিতীয় বড় মঠটির পাশ থেকে মাটি সরে যাওয়ায় তা রক্ষা ও সংরক্ষেনে একটি কমিটি গঠন করেছেন। এ বিষয়ে সকলের সহযোগীতা চান যাতে একশত বছরের পুরোনো স্থাপনা সংরক্ষন করতে পারেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীর মুকুন্দিয়ার শত বছরের পুরোনো জোড়া মঠ মন্দির পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

পোস্ট হয়েছেঃ ১০:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০

ইমরান হোসেনঃ রাজবাড়ী জেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়ায় অবস্থিত সবচেয়ে দীর্ঘ প্রায় ৮০ ফুট উচ্চতার পুরাতন ঐতিহ্যের নিদর্শন দ্বারকানাথ সাহার স্মৃতি জোড়া মঠ মন্দিরের পাশে থাকা তাঁর স্ত্রীর ছোট মঠটি ভেঙ্গে পরেছে। ঝুঁকিতে রয়েছে দ্বারকানাথের বড় মঠটি। ছোট মঠটি ভেঙ্গে পরার সময় বড়টি হেলে পরেছে পাশে মাটি কেটে নেওয়ার ফলে।

শুক্রবার সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান খান পরিদর্শন করেছেন। মুকুন্দিয়ায় দ্বারকানাথ সাহার বড় স্মৃতি মঠ মন্দিরের পাশে অবস্থিত তাঁর স্ত্রীর নামে ছোট মঠটি ভেঙ্গে পরায় সে স্থানটি ঘুরে দেখেন তাঁরা।

পরিদর্শন শেষে পুরাতন এ ঐতিহ্যগুলো সংরক্ষন করতে সবার সাথে বসে সিদ্ধন্ত গ্রহন করবেন। এই মঠ মন্দিরটি স্বানুজগন সহ ও শ্রী সরোজেন্দ্রনাথ সাহা চৌধুরী কতৃক বাংলা ১৩২৩ সালে স্থাপিত করা হয় মঠ মিন্দিরটি। ১০৫ বছরের পুরোনো মঠ মন্দিরটি গত মাসের মাঝে এই দ্বারকানাথ সাহার মঠটির পাশে তার স্ত্রীর ছোট মঠটি ভেঙ্গে পড়ে। ঐতিহ্য রক্ষা ও সংরক্ষনের দাবীতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন তারা বাকি দ্বারকানাথ সাহার যে বড় মঠ মন্দিরটি অক্ষত রয়েছে তা রক্ষনাবেক্ষনের জন্যে একটি ৭ সদস্য বিশিস্ট কমিটি করেছেন। ভাঙ্গা মঠটির অবশিষ্ট কিছু পুরাতন ইট রয়েছে সেগুলো প্রয়োজন অনুসারে অন্যান্য মন্দিরে যদি কোন উন্নয়নের কাজে লাগে তারা ভেঙ্গে পরা মঠটির ইট নিয়ে কাজ করতে পারবেন বলে জানান।

এলাকাবাসিরা জানান, মঠটির সাথে একটি স্বল্প গভিরের পুকুর রয়েছে। মঠের চারপাশ থেকে মাটি কেটে নেয়ায় ছোট মঠটি গত বৃষ্টির দিন ভেঙ্গে পরে বলে জানান।

উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস বলেন, পাঁচুরিয়া ইউনিয়নটি জমিদার অধ্যুষিত এলাকা। জমিদাররা শীতের সময় এখানে আসতেন পূজা পার্বন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তারা অংশগ্রহন করতেন। এখানকার ছোট মঠটি ভেঙ্গে পরায় সে স্থানটি পরিদর্শনে এসেছেন। সরকার এবং প্রত্নতাত্বিক বিভাগ যদি এটাকে নিয়ে কোন কাজ করে তাহলে তারা প্রস্তাব রাখবেন সংরক্ষেনের জন্যে। স্মৃতি চিহ্ন ধরে রাখতে সকলের সহযোগীতা একান্তভাবে প্রয়োজন বলে। ইতমধ্যে উপর মহলে এ বিষয়ে তিনি কথা বলেছেন। রাজবাড়ীর বিভিন্ন পর্যটন এরিয়া হিসেবে পদ্মার রিভার বেইজে কিছু পর্যটন কেন্দ্র করার প্রস্তাব দিয়েছেন। পাঁচুরিয়া ইউনিয়ন একটি পুরাকৃীর্তী ও জমিদারদের বহু স্থপনা, বাড়ি, সান বাঁধানো পুকুর ও মঠ মন্দির সহ বিভিন্ন স্থাপনা রয়েছে। হিন্দু ধর্মাবলম্বিদের শত বছরের পুরোনো ঐতিহ্যগুলো রক্ষনাবেক্ষন করে সংরক্ষন করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান বলেন, সদর উপজেলার পাঁচুরিয়ায় অবস্থিত শত বছরের পুরোনো জোরা মঠ মন্দিরের পাশের মঠটি ভেঙ্গে পরেছে কয়েকদিন আগে। সে স্থানটি তিনিসহ উপজেলা চেয়ারম্যান, স্থানীয় জন প্রতিনিধি ও এলাকাবাসি পরিদর্শন করেছেন। মঠটি ভেঙ্গে পরা ও দ্বিতীয় বড় মঠটির পাশ থেকে মাটি সরে যাওয়ায় তা রক্ষা ও সংরক্ষেনে একটি কমিটি গঠন করেছেন। এ বিষয়ে সকলের সহযোগীতা চান যাতে একশত বছরের পুরোনো স্থাপনা সংরক্ষন করতে পারেন।