০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ট্রাক চাপায় কলা ব্যবসায়ীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক চাপায় মো. ইউনুছ মিয়া (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় দৌলতদিয়া ৪নং ফেরি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে কুমিল্লার মুরাদনগর থানার সাহেদাগুপ এলাকার মৃত সামছু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও তার সফরসঙ্গী জামাল বলেন, আমিসহ ৫-৬ জন ঢাকার গাবতলী থেকে খোলা ট্রাকে করে মাগুরার উদ্দেশ্যে রওয়ানা হই। ফেরি পার হয়ে দৌলতদিয়া ৪নং ফেরি ঘাটে আসলে ফেরি থেকে নামার সময় গাড়ি (ঢাকা মেট্রো ড ১৪-৩৮১১) স্টার্ট বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ড্রাইভার আমাদেরকে গাড়ি থেকে নেমে গাড়ির পিছনে ধাক্কা দিতে বলে এসময় আমরা ধাক্কা দিতে থাকলে পাশে থাকা কলা বোঝাই ট্রাকটি (ঝিনাইদহ ট ১১-১৩৫১) আমাদের ট্রাকটিকে সজোরে এসে ধাক্কা দেয়। এসময় পাশে থাকা ইউনুছ মিয়ার মাথা ও শরীরে চাপ লাগলে মারাত্মক জখম হয় এবং ঘটনা স্থলেই সে মারা যায়। সে ঢাকা ডেমরা এলাকার একজন কলা ব্যবসায়ী।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক দুটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে ট্রাক চাপায় কলা ব্যবসায়ীর মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৮:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক চাপায় মো. ইউনুছ মিয়া (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় দৌলতদিয়া ৪নং ফেরি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে কুমিল্লার মুরাদনগর থানার সাহেদাগুপ এলাকার মৃত সামছু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও তার সফরসঙ্গী জামাল বলেন, আমিসহ ৫-৬ জন ঢাকার গাবতলী থেকে খোলা ট্রাকে করে মাগুরার উদ্দেশ্যে রওয়ানা হই। ফেরি পার হয়ে দৌলতদিয়া ৪নং ফেরি ঘাটে আসলে ফেরি থেকে নামার সময় গাড়ি (ঢাকা মেট্রো ড ১৪-৩৮১১) স্টার্ট বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ড্রাইভার আমাদেরকে গাড়ি থেকে নেমে গাড়ির পিছনে ধাক্কা দিতে বলে এসময় আমরা ধাক্কা দিতে থাকলে পাশে থাকা কলা বোঝাই ট্রাকটি (ঝিনাইদহ ট ১১-১৩৫১) আমাদের ট্রাকটিকে সজোরে এসে ধাক্কা দেয়। এসময় পাশে থাকা ইউনুছ মিয়ার মাথা ও শরীরে চাপ লাগলে মারাত্মক জখম হয় এবং ঘটনা স্থলেই সে মারা যায়। সে ঢাকা ডেমরা এলাকার একজন কলা ব্যবসায়ী।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক দুটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।