০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আমিনুল ইসলাম

মোক্তার হোসেন, পাংশাঃ মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে পৌঁছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রথমেই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভায় যোগদান করেন। ইউএনও মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস ও সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। নিয়মিত অফিস করা, ই-নথির ব্যবহার ও জনসাধারণের সেবা নিশ্চিতকরণে দায়িত্বশীল হতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানীর শিকার না হয় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় ভালোভাবে পরিস্কার-পরিচ্ছন্ন করা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলার সকল দপ্তরের ওয়েব পোর্টাল নিয়মিত আপডেট করার গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া বেগম, মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান ও সরিষা বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সোবাহান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান উপস্থিত সবার সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আমিনুল ইসলাম

পোস্ট হয়েছেঃ ১১:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১

মোক্তার হোসেন, পাংশাঃ মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে পৌঁছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রথমেই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভায় যোগদান করেন। ইউএনও মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস ও সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। নিয়মিত অফিস করা, ই-নথির ব্যবহার ও জনসাধারণের সেবা নিশ্চিতকরণে দায়িত্বশীল হতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানীর শিকার না হয় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় ভালোভাবে পরিস্কার-পরিচ্ছন্ন করা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলার সকল দপ্তরের ওয়েব পোর্টাল নিয়মিত আপডেট করার গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া বেগম, মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান ও সরিষা বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সোবাহান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান উপস্থিত সবার সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।