০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা, জনগন যাকে চাইবেন সেই নির্বাচিত হবেন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। সভায় আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা বলে অভিযোগ করেন।

প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিুলজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নজরুল ইসলাম (জগ) বলেন, প্রচার, প্রচারণায় কোন প্রকার বাধা, বিপত্তি আসেনি। একটাই আবেদন নির্বাচনের দিন ভোটার যাতে নির্বিঘ্নে এবং নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে সে ধরনের পরিবেশ তৈরীর অনুরোধ জানান তিনি।

আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম মন্ডল বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশ রয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তিন দিন ধরে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে সন্ধ্যা হলেই এক-দেড় হাজার মানুষের সমাগম ঘটে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সেখানে টাকার বিনিময়ে ভোট কেনাবেচা হচ্ছে।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ছোট্র এই পৌরসভার কোথায় কি হচ্ছে সব নলেজে রয়েছে। র‌্যাব, পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে। ঘরের কোনে কে কি করবেন সব নজরে আসবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন সৃষ্টি হয় এমন কিছু করবেন না। ১৪ ফেব্রুয়ারী যারা বিজয়ী হবেন তাদের হাত ধরে পরাজিতরা একত্রে মিলেমিশে কাজ করবেন।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আপনারা যদি অর্পিত দায়িত্ব সুষ্টভাবে পালন করেন তাহলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। জনগন যাকে চাইবেন সেই নির্বাচিত হবেন। আশা করি সকলের সহযোগিতায় সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা, জনগন যাকে চাইবেন সেই নির্বাচিত হবেন

পোস্ট হয়েছেঃ ১০:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। সভায় আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা বলে অভিযোগ করেন।

প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিুলজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নজরুল ইসলাম (জগ) বলেন, প্রচার, প্রচারণায় কোন প্রকার বাধা, বিপত্তি আসেনি। একটাই আবেদন নির্বাচনের দিন ভোটার যাতে নির্বিঘ্নে এবং নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে সে ধরনের পরিবেশ তৈরীর অনুরোধ জানান তিনি।

আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম মন্ডল বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশ রয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তিন দিন ধরে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে সন্ধ্যা হলেই এক-দেড় হাজার মানুষের সমাগম ঘটে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সেখানে টাকার বিনিময়ে ভোট কেনাবেচা হচ্ছে।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ছোট্র এই পৌরসভার কোথায় কি হচ্ছে সব নলেজে রয়েছে। র‌্যাব, পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে। ঘরের কোনে কে কি করবেন সব নজরে আসবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন সৃষ্টি হয় এমন কিছু করবেন না। ১৪ ফেব্রুয়ারী যারা বিজয়ী হবেন তাদের হাত ধরে পরাজিতরা একত্রে মিলেমিশে কাজ করবেন।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আপনারা যদি অর্পিত দায়িত্ব সুষ্টভাবে পালন করেন তাহলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। জনগন যাকে চাইবেন সেই নির্বাচিত হবেন। আশা করি সকলের সহযোগিতায় সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।