০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি সভা অনুষ্ঠিত

মোক্তার হোসেন, পাংশা॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী সোমবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন।

বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত পরিচিতি সভায় নবাগত ইউএনও মোহাম্মাদ আলী বলেন, আমি সরকারী একজন কর্মকর্তা হিসেবে পাংশাতে এসেছি। এখানকার সমস্যা-সম্ভাবনা সম্পর্কে আপনারা (সাংবাদিকরা) অবগত। উপজেলা প্রশাসনের কাজে এবং রাষ্ট্রীয় কাজে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে।

তিনি বলেন, আমি (ইউএনও) নিয়ম নীতির মাধ্যমে কাজ করব। কাজের ক্ষেত্রে প্রশাসনিক সংশ্লিষ্ট তথ্যের ব্যাপারে সরাসরি আলোচনা করার গুরুত্বারোপ করে প্রশাসনিক কাজে সার্বিকভাবে সহযোগীতার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরিচিতি সভায় সিনিয়র সাংবাদিক ইজাজুল হক, মো. মোক্তার হোসেন, এম.এ জিন্নাহ, এস.এম রাসেল কবীর, মাসুদ রেজা শিশির প্রমূখ বক্তব্য রাখেন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে পাংশার অতীত ঐতিহ্য রয়েছে। সাহিত্যিক কাজী আব্দুল ওয়াদুদ, রওশন আলী চৌধুরী, এয়াকুব আলী চৌধুরী, রোকনুজ্জামান খান (দাদা ভাই), ডক্টর কাজী মোতাহার হোসেনসহ অনেক গুণী মানুষের জন্ম পাংশার মাটিতে। পেশাগতভাবে আমরা (সাংবাদিকরা) সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করি। প্রশাসনের সাথে নিবিড় সম্পর্ক রেখে পেশাগত দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকবৃন্দ।

পরিচিতি সভায় সাংবাদিক আব্দুর রশিদ, শাহীনুল ইসলামসহ পাংশায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। গত ৩০ ডিসেম্বর নবাগত ইউএনও মোহাম্মাদ আলী পাংশায় যোগদান করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি সভা অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ১০:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

মোক্তার হোসেন, পাংশা॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী সোমবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন।

বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত পরিচিতি সভায় নবাগত ইউএনও মোহাম্মাদ আলী বলেন, আমি সরকারী একজন কর্মকর্তা হিসেবে পাংশাতে এসেছি। এখানকার সমস্যা-সম্ভাবনা সম্পর্কে আপনারা (সাংবাদিকরা) অবগত। উপজেলা প্রশাসনের কাজে এবং রাষ্ট্রীয় কাজে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে।

তিনি বলেন, আমি (ইউএনও) নিয়ম নীতির মাধ্যমে কাজ করব। কাজের ক্ষেত্রে প্রশাসনিক সংশ্লিষ্ট তথ্যের ব্যাপারে সরাসরি আলোচনা করার গুরুত্বারোপ করে প্রশাসনিক কাজে সার্বিকভাবে সহযোগীতার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরিচিতি সভায় সিনিয়র সাংবাদিক ইজাজুল হক, মো. মোক্তার হোসেন, এম.এ জিন্নাহ, এস.এম রাসেল কবীর, মাসুদ রেজা শিশির প্রমূখ বক্তব্য রাখেন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে পাংশার অতীত ঐতিহ্য রয়েছে। সাহিত্যিক কাজী আব্দুল ওয়াদুদ, রওশন আলী চৌধুরী, এয়াকুব আলী চৌধুরী, রোকনুজ্জামান খান (দাদা ভাই), ডক্টর কাজী মোতাহার হোসেনসহ অনেক গুণী মানুষের জন্ম পাংশার মাটিতে। পেশাগতভাবে আমরা (সাংবাদিকরা) সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করি। প্রশাসনের সাথে নিবিড় সম্পর্ক রেখে পেশাগত দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকবৃন্দ।

পরিচিতি সভায় সাংবাদিক আব্দুর রশিদ, শাহীনুল ইসলামসহ পাংশায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। গত ৩০ ডিসেম্বর নবাগত ইউএনও মোহাম্মাদ আলী পাংশায় যোগদান করেন।