০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে জব্দকৃত ৩টি মাটিবাহী ট্রাকের মালিককে জরিমানা

মইন মৃধা, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌর জামতলা ও উপজেলার সামনে থেকে গত রোববার রাতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে ৩টি ড্রাম ট্রাক আটক করে জব্দ করে উপজেলা প্রশাসন। এর দুইদিন পর বুধবার রাতে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান ৩টি ড্রাম ট্রাকের মালিককে ২জনকে ৩০ হাজার ও অপর ১জনকে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড দেন। দন্ডপ্রপ্তরা হলেন, সাইফুল রানা (২৭),  শামীম মোল্লা (৩২) ও মো. নুরুল ইসলাম (৩০)।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, সরকারি নির্দেশ অমান্য করে উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি থেকে বালু, মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু বিক্রি কাজ করে আসছিল। এমতবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি ৩টি মাটি বহনকরা ড্রাম ট্রাক জব্দ করা হয়। দুই দিন পর বুধবার সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ ড্রাম ট্রাক মালিককে বালু মহল মাটি ব্যবস্থাপনা আইনে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তারা ফসলি এলাকা থেকে মাটি না কাটার অঙ্গীকার করেন।

 

তিনি আরো বলেন, অবৈধভাবে বালু মাটি উত্তোলন করায় ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন। সার্বজনীন জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এমন অভিযান অব্যাহত পরিচালনা করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে জব্দকৃত ৩টি মাটিবাহী ট্রাকের মালিককে জরিমানা

পোস্ট হয়েছেঃ ০৫:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

মইন মৃধা, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌর জামতলা ও উপজেলার সামনে থেকে গত রোববার রাতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে ৩টি ড্রাম ট্রাক আটক করে জব্দ করে উপজেলা প্রশাসন। এর দুইদিন পর বুধবার রাতে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান ৩টি ড্রাম ট্রাকের মালিককে ২জনকে ৩০ হাজার ও অপর ১জনকে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড দেন। দন্ডপ্রপ্তরা হলেন, সাইফুল রানা (২৭),  শামীম মোল্লা (৩২) ও মো. নুরুল ইসলাম (৩০)।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, সরকারি নির্দেশ অমান্য করে উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি থেকে বালু, মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু বিক্রি কাজ করে আসছিল। এমতবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি ৩টি মাটি বহনকরা ড্রাম ট্রাক জব্দ করা হয়। দুই দিন পর বুধবার সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ ড্রাম ট্রাক মালিককে বালু মহল মাটি ব্যবস্থাপনা আইনে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তারা ফসলি এলাকা থেকে মাটি না কাটার অঙ্গীকার করেন।

 

তিনি আরো বলেন, অবৈধভাবে বালু মাটি উত্তোলন করায় ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন। সার্বজনীন জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এমন অভিযান অব্যাহত পরিচালনা করা হবে।