০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

ষ্টাফ রিপোর্টারঃ দেশের ব্যস্ততম নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ দিয়ে দুই দিন ধরে যানবাহনের সাথে মানুষের চাপ বাড়ছে। দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল এলাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা রাজধানীগামী যানবাহনের সাথে মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া শিশু সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া লঞ্চ ঘাটের প্রবেশ পথ থেকে তৃষা আক্তার নিঝুম (১১) নামের শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন শেখ।

তৃষার মা জান্নাতুল খাতুন জানান, বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মেয়ের বাড়ী থেকে বেড়ানো শেষ করে ছোট্র মেয়ে তৃষাকে সাথে নিয়ে সাভারের বাসায় ফিরছিলেন। তাদের বাসটি দৌলতদিয়া ঘাটে পৌছানোর পর তিনি বাস থেকে নেমে মাস্ক ক্রয় করতে যান। এসময় ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ভিড়ে তৃষাকে হারিয়ে ফেলেন। পরে অনেক খোঁজাখুজির পর না পেয়ে দ্রুত দৌলতদিয়া ঘাটের পুলিশ বক্সে এসে অবস্থানরত রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন স্যারকে বিষয়টি বলি। তারপর স্যাররা দ্রুত সময়ের মধ্যে আমার মেয়েকে খুজে এনে আমার হাতে তুলে দেন। মুহুর্তের মধ্যে হারানো সন্তান ফিরে পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন শেখ বলেন, দুপুর ১২টার দিকে জান্নাতুল খাতুন নামে এক নারী তার মেয়ে হারিয়ে যাবার বিষয়টি বললে তাৎক্ষনিকভাবে ঈদে দৌলতদিয়া ঘাট এলাকায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে অবগত করে। একই সাথে আমরা দৌলতদিয়া ঘাট এলাকায় স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরা দেখতে পুলিশ বক্সের ৮টি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করি। এসময় ঘাট এলাকায় কর্মরত শতাধিক পুলিশ সদস্যদের মেয়েটির সম্পর্কে অবহিত করা হলে তারাও খোঁজ নিতে থাকে। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে লঞ্চঘাট এলাকায় তৃষার অবস্থান শনাক্ত করি। তারপর লঞ্চ ঘাট থেকে দ্রুত তৃষাকে উদ্ধার করে তার মায়ে হাতে তুলে দেই। এ সময় তৃষাকে চিপস, পানি ও জুসসহ তার পরিবারের সবাইকে নদী পারের ব্যবস্থা গ্রহণ করে পুলিশ সদস্যরা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

পোস্ট হয়েছেঃ ১০:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ দেশের ব্যস্ততম নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ দিয়ে দুই দিন ধরে যানবাহনের সাথে মানুষের চাপ বাড়ছে। দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল এলাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা রাজধানীগামী যানবাহনের সাথে মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া শিশু সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া লঞ্চ ঘাটের প্রবেশ পথ থেকে তৃষা আক্তার নিঝুম (১১) নামের শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন শেখ।

তৃষার মা জান্নাতুল খাতুন জানান, বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মেয়ের বাড়ী থেকে বেড়ানো শেষ করে ছোট্র মেয়ে তৃষাকে সাথে নিয়ে সাভারের বাসায় ফিরছিলেন। তাদের বাসটি দৌলতদিয়া ঘাটে পৌছানোর পর তিনি বাস থেকে নেমে মাস্ক ক্রয় করতে যান। এসময় ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ভিড়ে তৃষাকে হারিয়ে ফেলেন। পরে অনেক খোঁজাখুজির পর না পেয়ে দ্রুত দৌলতদিয়া ঘাটের পুলিশ বক্সে এসে অবস্থানরত রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন স্যারকে বিষয়টি বলি। তারপর স্যাররা দ্রুত সময়ের মধ্যে আমার মেয়েকে খুজে এনে আমার হাতে তুলে দেন। মুহুর্তের মধ্যে হারানো সন্তান ফিরে পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন শেখ বলেন, দুপুর ১২টার দিকে জান্নাতুল খাতুন নামে এক নারী তার মেয়ে হারিয়ে যাবার বিষয়টি বললে তাৎক্ষনিকভাবে ঈদে দৌলতদিয়া ঘাট এলাকায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে অবগত করে। একই সাথে আমরা দৌলতদিয়া ঘাট এলাকায় স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরা দেখতে পুলিশ বক্সের ৮টি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করি। এসময় ঘাট এলাকায় কর্মরত শতাধিক পুলিশ সদস্যদের মেয়েটির সম্পর্কে অবহিত করা হলে তারাও খোঁজ নিতে থাকে। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে লঞ্চঘাট এলাকায় তৃষার অবস্থান শনাক্ত করি। তারপর লঞ্চ ঘাট থেকে দ্রুত তৃষাকে উদ্ধার করে তার মায়ে হাতে তুলে দেই। এ সময় তৃষাকে চিপস, পানি ও জুসসহ তার পরিবারের সবাইকে নদী পারের ব্যবস্থা গ্রহণ করে পুলিশ সদস্যরা।