০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশ শিকারের দায়ে ১১ জেলের জেল, দৌলতদিয়ায় গুঁড়িয়ে দিয়েছে আস্তানা

ষ্টাফ রিপোর্টারঃ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় রাজবাড়ী সদর উপজেলা থেকে আটককৃত ১১ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া গোয়ালন্দের দৌলতদিয়ার কলাবাগান এলাকায় গড়ে তোলা আস্তানা গুঁড়িয়ে দিয়েছে টাস্কফোর্স। মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া কলাবাগান এলাকায় নদীর পাড়ে গড়ে তোলা অস্থায়ী বাজার জ্বালিয়ে দিয়েছে টাস্কফোর্স কমিটি।

এদিকে মৎস্য সংরক্ষন আইন অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে রাজবাড়ী সদর উপজেলায় ১১ জেলেকে কারাদন্ড ও ৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলার পদ্মায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে ২০ দিন ও ২ জনকে ২৪ দিন করে কারাদন্ড এবং ৩জনকে ১৫ হাজার টাকা ও ১ জনের বয়স কম থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে প্রায় ১ লাখ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করা হয়। কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান বাস্তবায়ন করছে ইলিশ সম্পদ উন্নয়ন জেলা টাস্কফোর্স কমিটির জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা মৎস্য দপ্তর।

মঙ্গলবার সন্ধ্যা থেকে পরদিন বুধবার সকাল পর্যন্ত সদর উপজেলার গোদার বাজার, জৌকুড়া ও ধাওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটকের পর এই রায় দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল হুদা, মো. আসাদুজ্জামান ও বিপুল শিকদার। অভিযান পরিচালনায় অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ, থানা পুলিশ সদস্যরা।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, সরকারী আইন অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে মৎস্য সংরক্ষন আইন ১৮৬০ এর (১৮৮) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯ জেলেকে ২০ দিন ও ২ জেলেকে ২৪ দিন করে কারাদন্ড ও ৪ জনকে জরিমানা করা হয়। মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় বিতরন এবং জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয় ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ইলিশ শিকারের দায়ে ১১ জেলের জেল, দৌলতদিয়ায় গুঁড়িয়ে দিয়েছে আস্তানা

পোস্ট হয়েছেঃ ০৫:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় রাজবাড়ী সদর উপজেলা থেকে আটককৃত ১১ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া গোয়ালন্দের দৌলতদিয়ার কলাবাগান এলাকায় গড়ে তোলা আস্তানা গুঁড়িয়ে দিয়েছে টাস্কফোর্স। মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া কলাবাগান এলাকায় নদীর পাড়ে গড়ে তোলা অস্থায়ী বাজার জ্বালিয়ে দিয়েছে টাস্কফোর্স কমিটি।

এদিকে মৎস্য সংরক্ষন আইন অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে রাজবাড়ী সদর উপজেলায় ১১ জেলেকে কারাদন্ড ও ৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলার পদ্মায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে ২০ দিন ও ২ জনকে ২৪ দিন করে কারাদন্ড এবং ৩জনকে ১৫ হাজার টাকা ও ১ জনের বয়স কম থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে প্রায় ১ লাখ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করা হয়। কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান বাস্তবায়ন করছে ইলিশ সম্পদ উন্নয়ন জেলা টাস্কফোর্স কমিটির জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা মৎস্য দপ্তর।

মঙ্গলবার সন্ধ্যা থেকে পরদিন বুধবার সকাল পর্যন্ত সদর উপজেলার গোদার বাজার, জৌকুড়া ও ধাওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটকের পর এই রায় দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল হুদা, মো. আসাদুজ্জামান ও বিপুল শিকদার। অভিযান পরিচালনায় অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ, থানা পুলিশ সদস্যরা।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, সরকারী আইন অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে মৎস্য সংরক্ষন আইন ১৮৬০ এর (১৮৮) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯ জেলেকে ২০ দিন ও ২ জেলেকে ২৪ দিন করে কারাদন্ড ও ৪ জনকে জরিমানা করা হয়। মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় বিতরন এবং জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয় ।