০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সরেজমিনঃ রাজবাড়ীর বানভাসি পরিবারের মাঝে নেই ঈদের আনন্দ

ইমরান হোসেন ঃ একদিকে মহামারি করোনা ভাইরাসে মানুষ দিশেহারা, এরপর আবার কয়েক দফায় বন্যার পানিতে জন জীবন অতিষ্ঠ। রাজবাড়ী জেলার নিম্নাচলে বসবাসরত বন্যাকবলিত কয়েক হাজার পরিবারের। পদ্মার চরাঞ্চলে বসবাসরত সাধারন মানুষ দুই বেলা দু’মুঠো খেয়ে কোন রকমে জীবন যাপন করতেন। তারা এখন বন্যার পানিতে প্লাবিত হয়ে নিজেদের ঘরে থাকতে না পেরে কোন রকমে বাঁধে এসে উঠেছেন। সবকিছু পানিতে তলিয়ে যাওয়ায় এই ঈদের দিনেও তারা এখন মানবেতর জীবন যাপন করছেন নেই তাদের ঘরে ঈদের কোন আনন্দ।

কিনতে পারেননি পরিবারের কারো জন্যে কোন পোষাক বা ভালো কোন খাবার। এমনই দুর্ভোগ আর দুর্দশা নেমে এসেছে পদ্মাপারের বানভাসি মানুষগুলোর জীবনে। এ পর্যন্ত পাননি তারা কোন ধরনে সরকারী বা ব্যাক্তিগত সহযোগীতা। ঈদের আনন্দ এখন বানভাসি মানুষদের মাঝে নিরানন্দে পরিনত হয়েছে।

এই ঈদের দিনেও পরিবারের কারো জন্য রাধতে পারেননি ভালো কোন খাবার। নিজেদের কোন নতুন পোষাক তো কিনতে পারেনি, বাড়ির শিশু বাচ্চাদের জন্যেও কিনতে পারেননি কোন পোষাক। ঈদের দিনে মিষ্টি মুখ করতে সেমাই চিনি কিনেনি এমন মানুষের খোজ পাওয়া দুষ্কর। অথচ রাজবাড়ীর পদ্মা পারে বসবাসরত কয়েক হাজার বানভাসি মানুষ তাদের দিন যাচ্ছে অনেক কষ্টে।

বন্যায় সবকিছু তলিয়ে যাওয়ায় সব ফসল নষ্ট হওয়ায় এবং কৃষি কাজের সাথে সম্পৃক্ত এসকল হাজার হাজার মানুষ আজ ঈদ করতে পারছেন না। ঈদের দিনে তাদের চুলো জ্বলেনি। তৈরী করেননি কোন খাবার। অসহায় এসব মানুষ দিন যাপন করছেন কষ্টে আর দুর্ভোগে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পাশে পাওয়া যায়নি কোন সামাজিক সংগঠন, বেসরকারী বা ব্যক্তিগত কোন প্রতিষ্ঠানের সহযেগীতার।
বাঁধে কোন রকমে পলিথিন ও তাবু টাঙ্গিয়ে রোদ আর বৃষ্টিকে মাথায় নিয়ে রাত যাপন করছেন বানভাসি এসব মানুষ।

পানির কারনে সবচেয়ে বেশি সমস্যায় পরেছেন শিশু বাচ্চাদের নিয়ে। শিশুদের নিয়ে সবমসয় আতঙ্কে থাকেন তাদের পরিবার। রয়েছে সাপের উপদ্রব। এরই মাঝে বসবাস করছেন বানভাসি মানুষগুলো। এত সমস্যার মঝে এসব পরিবার কোন রকমে জীবন যাপন করে যাচ্ছেন কিন্তু ঈদের এ সময়ে তাদের চুলায় জ্বলেনি আগুন, রান্না হয়নি কোন ধরনের খাবার। পরিবার পরিজন নিয়ে এক প্রকার না খেয়ে জীবন যাপন করতে হচ্ছে বানভাসি এসব মানুষের।

ঈদের দিনে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের বেড়ি বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, বানভাসি মানুষদের দুর্ভোগ আর দুর্দাশা। কষ্ট আর নানা সমস্যা এখন তাদের নিত্য সঙ্গী। এতসব সমস্যার মাঝের তারা বেঁচে থাকার আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। বন্যা আর করোনার মত দুর্যোগ তাদের জীবনে নিয়ে এসেছে অনাহার আর অর্ধাহার। তবে সব কিছুর মধ্যেও তারা আবার নতুন করে বাঁচার আশা দেখছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

সরেজমিনঃ রাজবাড়ীর বানভাসি পরিবারের মাঝে নেই ঈদের আনন্দ

পোস্ট হয়েছেঃ ০৮:৩৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০

ইমরান হোসেন ঃ একদিকে মহামারি করোনা ভাইরাসে মানুষ দিশেহারা, এরপর আবার কয়েক দফায় বন্যার পানিতে জন জীবন অতিষ্ঠ। রাজবাড়ী জেলার নিম্নাচলে বসবাসরত বন্যাকবলিত কয়েক হাজার পরিবারের। পদ্মার চরাঞ্চলে বসবাসরত সাধারন মানুষ দুই বেলা দু’মুঠো খেয়ে কোন রকমে জীবন যাপন করতেন। তারা এখন বন্যার পানিতে প্লাবিত হয়ে নিজেদের ঘরে থাকতে না পেরে কোন রকমে বাঁধে এসে উঠেছেন। সবকিছু পানিতে তলিয়ে যাওয়ায় এই ঈদের দিনেও তারা এখন মানবেতর জীবন যাপন করছেন নেই তাদের ঘরে ঈদের কোন আনন্দ।

কিনতে পারেননি পরিবারের কারো জন্যে কোন পোষাক বা ভালো কোন খাবার। এমনই দুর্ভোগ আর দুর্দশা নেমে এসেছে পদ্মাপারের বানভাসি মানুষগুলোর জীবনে। এ পর্যন্ত পাননি তারা কোন ধরনে সরকারী বা ব্যাক্তিগত সহযোগীতা। ঈদের আনন্দ এখন বানভাসি মানুষদের মাঝে নিরানন্দে পরিনত হয়েছে।

এই ঈদের দিনেও পরিবারের কারো জন্য রাধতে পারেননি ভালো কোন খাবার। নিজেদের কোন নতুন পোষাক তো কিনতে পারেনি, বাড়ির শিশু বাচ্চাদের জন্যেও কিনতে পারেননি কোন পোষাক। ঈদের দিনে মিষ্টি মুখ করতে সেমাই চিনি কিনেনি এমন মানুষের খোজ পাওয়া দুষ্কর। অথচ রাজবাড়ীর পদ্মা পারে বসবাসরত কয়েক হাজার বানভাসি মানুষ তাদের দিন যাচ্ছে অনেক কষ্টে।

বন্যায় সবকিছু তলিয়ে যাওয়ায় সব ফসল নষ্ট হওয়ায় এবং কৃষি কাজের সাথে সম্পৃক্ত এসকল হাজার হাজার মানুষ আজ ঈদ করতে পারছেন না। ঈদের দিনে তাদের চুলো জ্বলেনি। তৈরী করেননি কোন খাবার। অসহায় এসব মানুষ দিন যাপন করছেন কষ্টে আর দুর্ভোগে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পাশে পাওয়া যায়নি কোন সামাজিক সংগঠন, বেসরকারী বা ব্যক্তিগত কোন প্রতিষ্ঠানের সহযেগীতার।
বাঁধে কোন রকমে পলিথিন ও তাবু টাঙ্গিয়ে রোদ আর বৃষ্টিকে মাথায় নিয়ে রাত যাপন করছেন বানভাসি এসব মানুষ।

পানির কারনে সবচেয়ে বেশি সমস্যায় পরেছেন শিশু বাচ্চাদের নিয়ে। শিশুদের নিয়ে সবমসয় আতঙ্কে থাকেন তাদের পরিবার। রয়েছে সাপের উপদ্রব। এরই মাঝে বসবাস করছেন বানভাসি মানুষগুলো। এত সমস্যার মঝে এসব পরিবার কোন রকমে জীবন যাপন করে যাচ্ছেন কিন্তু ঈদের এ সময়ে তাদের চুলায় জ্বলেনি আগুন, রান্না হয়নি কোন ধরনের খাবার। পরিবার পরিজন নিয়ে এক প্রকার না খেয়ে জীবন যাপন করতে হচ্ছে বানভাসি এসব মানুষের।

ঈদের দিনে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের বেড়ি বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, বানভাসি মানুষদের দুর্ভোগ আর দুর্দাশা। কষ্ট আর নানা সমস্যা এখন তাদের নিত্য সঙ্গী। এতসব সমস্যার মাঝের তারা বেঁচে থাকার আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। বন্যা আর করোনার মত দুর্যোগ তাদের জীবনে নিয়ে এসেছে অনাহার আর অর্ধাহার। তবে সব কিছুর মধ্যেও তারা আবার নতুন করে বাঁচার আশা দেখছেন।