০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ভ্রাম্যমান আদালতে এক পরিবহন দালালের জরিমানা

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় চালকের কাছ থেকে বাড়তি টাকা আদায় করে আগে পার করে দেওয়ার অভিযোগে পুলিশ মাসুদ রানা (৩২) নামের এক পরিবহন দালালকে আটক করেছে। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার লাল মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত ওই দালালকে ২০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর রাজবাড়ীমেইলকে জানান, দৌলতদিয়া ঘাটে কিছু চিহিৃত অপরাধী চক্র ঢাকাগামী পণ্যবাহি গাড়ি চালকদের বোকা বানিয়ে বাড়তি অর্থ আদায়ের চেষ্টা করে থাকে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের দিকে দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় অভিযুক্ত পরিবহন দালাল মাসুদ রানা পন্যবাহি গাড়িকে আগে পার করে দেওয়ার কথা বলে বাড়তি টাকা আদায়ের অভিযোগে আটক করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হলে ইউএনও ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম অপরাধ স্বীকার করায় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে ভ্রাম্যমান আদালতে এক পরিবহন দালালের জরিমানা

পোস্ট হয়েছেঃ ০৬:১৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় চালকের কাছ থেকে বাড়তি টাকা আদায় করে আগে পার করে দেওয়ার অভিযোগে পুলিশ মাসুদ রানা (৩২) নামের এক পরিবহন দালালকে আটক করেছে। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার লাল মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত ওই দালালকে ২০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর রাজবাড়ীমেইলকে জানান, দৌলতদিয়া ঘাটে কিছু চিহিৃত অপরাধী চক্র ঢাকাগামী পণ্যবাহি গাড়ি চালকদের বোকা বানিয়ে বাড়তি অর্থ আদায়ের চেষ্টা করে থাকে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের দিকে দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় অভিযুক্ত পরিবহন দালাল মাসুদ রানা পন্যবাহি গাড়িকে আগে পার করে দেওয়ার কথা বলে বাড়তি টাকা আদায়ের অভিযোগে আটক করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হলে ইউএনও ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম অপরাধ স্বীকার করায় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।