০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে জখম

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে অজ্ঞাত (৬৫) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে গুরতর জখম করেছে দূর্বৃত্তরা। সোমবার সকাল ৯টার দিকে পুলিশ ও কয়েকজন যুবক গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের সামনের যাত্রী ছাউনি থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার এক মাস আগে গত ৭ মে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের অন্তর্গত এফ কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বারান্দা থেকে তৈয়ব আলী (৬৪) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ সময় তার কাছে পলিথিনে মোড়ানো ভিক্ষাবৃত্তির বেশকিছু টাকা ছিল। তিনি ঝালকাঠির নলসিটি উপজেলার দক্ষিণ ডেবরা গ্রামের হাতেম প্যাদার ছেলে। দুৃটদুটি ঘটনায় এক সূত্রে গাঁধা বলে ধারণা পুলিশের।

স্হানীয় কয়েকজন বলেন, প্রায় ৪-৫ বছর ধরে গোয়ালন্দের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো এই বৃদ্ধ। তবে বেশিরভাগ সময় শহরের জামতলা এলাকায় দেখা যেত। বেশ কিছুদিন পর ৫-৬দিন আগে তিনি ওই যাত্রী ছাউনির নিচে থাকতে শুরু করে। কে বা কাহারা এ নৃশংস ঘটনা ঘটিয়েছে, নাকি সে পূর্ববর্তী কোন শত্রুতার শিকার হয়েছেন সে সম্পর্কে তাদের কোন ধারনা নেই।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আখের রস বিক্রেতা রতন শেখ, অটোচালক সোহেল রানা, ইমরান ফকিরসহ কয়েকজন জানান, তারা আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জামতলা বাজারে অবস্থান করছিলেন। এ সময় স্হানীয় কয়েকজনের থেকে জানতে পারেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সামনের যাত্রী ছাউনির ভিতর এক বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় পরে আছেন। পরে আমরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাই।

তারা আরো বলেন, প্রায় ৪-৫বছর ধরে এই বৃদ্ধকে গোয়ালন্দের বিভিন্ন এলাকায় দেখা যায়। যাত্রী ছাউনির নিচে বেশ কিছুদিন থাকার পর অন্য যায়গায় চলে গেলেও গত ৫-৬দিন আগে আবার এখানে আসেন। লোকটি কারো বাড়ি গিয়ে ভাত চাইতোনা। অনেকের কাছ থেকে শুধু ফল চেয়ে খেতেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে কোন পাগলামি করতেন না। তিনি শারিরীকভাবে অনেকটা দূর্বল ছিলেন। এমন বৃদ্ধকে কে বা কারা এভাবে নৃশংসভাবে কুপিয়ে জখম করলো তা আমাদের বোধগম্য হচ্ছেনা।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহ মো. শরিফ জানান, বৃদ্ধের মাথায়, কপালে ও হাতে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। এ রকম একজন দূর্বল বৃদ্ধকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। এক মাস আগে একইভাবে আরেক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়। দুটি ঘটনায় একই ধরনের বলে তিনি জানান।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগের ঘটনা একই ধরনের এবং একই সূত্রের বলে তার ধারণা।তবে ঘটনার রহস্য উদঘাটন করে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহণের কথা জানান তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে জখম

পোস্ট হয়েছেঃ ১০:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে অজ্ঞাত (৬৫) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে গুরতর জখম করেছে দূর্বৃত্তরা। সোমবার সকাল ৯টার দিকে পুলিশ ও কয়েকজন যুবক গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের সামনের যাত্রী ছাউনি থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার এক মাস আগে গত ৭ মে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের অন্তর্গত এফ কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বারান্দা থেকে তৈয়ব আলী (৬৪) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ সময় তার কাছে পলিথিনে মোড়ানো ভিক্ষাবৃত্তির বেশকিছু টাকা ছিল। তিনি ঝালকাঠির নলসিটি উপজেলার দক্ষিণ ডেবরা গ্রামের হাতেম প্যাদার ছেলে। দুৃটদুটি ঘটনায় এক সূত্রে গাঁধা বলে ধারণা পুলিশের।

স্হানীয় কয়েকজন বলেন, প্রায় ৪-৫ বছর ধরে গোয়ালন্দের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো এই বৃদ্ধ। তবে বেশিরভাগ সময় শহরের জামতলা এলাকায় দেখা যেত। বেশ কিছুদিন পর ৫-৬দিন আগে তিনি ওই যাত্রী ছাউনির নিচে থাকতে শুরু করে। কে বা কাহারা এ নৃশংস ঘটনা ঘটিয়েছে, নাকি সে পূর্ববর্তী কোন শত্রুতার শিকার হয়েছেন সে সম্পর্কে তাদের কোন ধারনা নেই।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আখের রস বিক্রেতা রতন শেখ, অটোচালক সোহেল রানা, ইমরান ফকিরসহ কয়েকজন জানান, তারা আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জামতলা বাজারে অবস্থান করছিলেন। এ সময় স্হানীয় কয়েকজনের থেকে জানতে পারেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সামনের যাত্রী ছাউনির ভিতর এক বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় পরে আছেন। পরে আমরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাই।

তারা আরো বলেন, প্রায় ৪-৫বছর ধরে এই বৃদ্ধকে গোয়ালন্দের বিভিন্ন এলাকায় দেখা যায়। যাত্রী ছাউনির নিচে বেশ কিছুদিন থাকার পর অন্য যায়গায় চলে গেলেও গত ৫-৬দিন আগে আবার এখানে আসেন। লোকটি কারো বাড়ি গিয়ে ভাত চাইতোনা। অনেকের কাছ থেকে শুধু ফল চেয়ে খেতেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে কোন পাগলামি করতেন না। তিনি শারিরীকভাবে অনেকটা দূর্বল ছিলেন। এমন বৃদ্ধকে কে বা কারা এভাবে নৃশংসভাবে কুপিয়ে জখম করলো তা আমাদের বোধগম্য হচ্ছেনা।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহ মো. শরিফ জানান, বৃদ্ধের মাথায়, কপালে ও হাতে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। এ রকম একজন দূর্বল বৃদ্ধকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। এক মাস আগে একইভাবে আরেক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়। দুটি ঘটনায় একই ধরনের বলে তিনি জানান।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগের ঘটনা একই ধরনের এবং একই সূত্রের বলে তার ধারণা।তবে ঘটনার রহস্য উদঘাটন করে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহণের কথা জানান তিনি।