০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হলেন প্রথম আলো সাংবাদিক রাশেদ রায়হান ও তাঁর স্ত্রী

হেলাল মাহমুদঃ এবার করোনায় আক্রান্ত হলেন প্রথম আলো ও এবিসি রেডিও’র রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান (৪২) এবং তাঁর স্ত্রী সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরীন আক্তার (৩৫)। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ।

স্বাস্থ্য বিভাগ ও তাঁর পরিবার জানায়, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক তিন বারের সাধারণ সম্পাদক ও প্রথম আলো সাংবাদিক রাশেদ রায়হান এর স্ত্রী নাসরীন আক্তারের প্রথমে জ্বরে আক্রান্ত হন। গত ১৭ জুলাই তাঁর শরীরে জ্বর, কাশি সহ করোনার উপসর্গ দেখা দেয়। তার তিন দিন পর ২১ জুলাই রাশেদ রায়হানের শরীরেও জ্বর, গলা ব্যাথাসহ উপসর্গ দেখা দেয়। তখন থেকে তাঁরা উভয় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন প্রাথমিক চিকিৎসার পর তাদের শরীর থেকে জ্বর চলে গেলেও অন্যান্য উপসর্গ বহাল থাকে। পরে বাধ্য হয়ে তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই গত ২৫ জুলাই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা প্রদান করেন। বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য বিভাগের রিপোর্ট তাঁদের করোনা পজিটিভ হিসেবে ফলাফল আসে। বর্তমানে তাঁরা দুজনে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদের তত্বাবধানে তাঁরা চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাঁরা আগের থেকে দুজনেই অনেকটা সুস্থ্য আছেন।

সাংবাদিক রাশেদ রায়হান প্রতিদিন করোনাকালীন সময়ে গোয়ালন্দ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খবরের সন্ধানে ছুটে বেড়ান। বিশেষ করে করোনার মধ্যে বন্যা দুর্গত এলাকা সরেজমিন পরিদর্শন করে খবর পরিবেশন করতেন। ধারণা করা হচ্ছে দৌলতদিয়া ঘাট সহ প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সাথে মিশে খবর সংগ্রহ করতে গিয়েই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

সাংবাদিক রাশেদ রায়হান ও কলেজ শিক্ষক স্ত্রী নাসরীন আক্তার জানান, তাঁরা বর্তমানে আগের থেকে অনেকটা সুস্থ্যতা অনুভব করছেন। সবার কাছে তাঁদের এবং পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

করোনায় আক্রান্ত হলেন প্রথম আলো সাংবাদিক রাশেদ রায়হান ও তাঁর স্ত্রী

পোস্ট হয়েছেঃ ০৮:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০

হেলাল মাহমুদঃ এবার করোনায় আক্রান্ত হলেন প্রথম আলো ও এবিসি রেডিও’র রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান (৪২) এবং তাঁর স্ত্রী সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরীন আক্তার (৩৫)। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ।

স্বাস্থ্য বিভাগ ও তাঁর পরিবার জানায়, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক তিন বারের সাধারণ সম্পাদক ও প্রথম আলো সাংবাদিক রাশেদ রায়হান এর স্ত্রী নাসরীন আক্তারের প্রথমে জ্বরে আক্রান্ত হন। গত ১৭ জুলাই তাঁর শরীরে জ্বর, কাশি সহ করোনার উপসর্গ দেখা দেয়। তার তিন দিন পর ২১ জুলাই রাশেদ রায়হানের শরীরেও জ্বর, গলা ব্যাথাসহ উপসর্গ দেখা দেয়। তখন থেকে তাঁরা উভয় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন প্রাথমিক চিকিৎসার পর তাদের শরীর থেকে জ্বর চলে গেলেও অন্যান্য উপসর্গ বহাল থাকে। পরে বাধ্য হয়ে তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই গত ২৫ জুলাই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা প্রদান করেন। বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য বিভাগের রিপোর্ট তাঁদের করোনা পজিটিভ হিসেবে ফলাফল আসে। বর্তমানে তাঁরা দুজনে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদের তত্বাবধানে তাঁরা চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাঁরা আগের থেকে দুজনেই অনেকটা সুস্থ্য আছেন।

সাংবাদিক রাশেদ রায়হান প্রতিদিন করোনাকালীন সময়ে গোয়ালন্দ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খবরের সন্ধানে ছুটে বেড়ান। বিশেষ করে করোনার মধ্যে বন্যা দুর্গত এলাকা সরেজমিন পরিদর্শন করে খবর পরিবেশন করতেন। ধারণা করা হচ্ছে দৌলতদিয়া ঘাট সহ প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সাথে মিশে খবর সংগ্রহ করতে গিয়েই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

সাংবাদিক রাশেদ রায়হান ও কলেজ শিক্ষক স্ত্রী নাসরীন আক্তার জানান, তাঁরা বর্তমানে আগের থেকে অনেকটা সুস্থ্যতা অনুভব করছেন। সবার কাছে তাঁদের এবং পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেছেন।