০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ফেসবুকে ভিত্তিহীন তথ্য প্রচার করার অভিযোগে প্রতিবাদ সভা

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীতে সাংবাদিক প্রবির সিকদার ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কর্তৃক ভিত্তিহীন তথ্য প্রচার করার অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের হলরুমে জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বদর উদ্দিন সর্দার, সদস্য কমল কুমার সরকার, সদর উপজেলা সদস্য সচিব আলাউদ্দিন আলাল, পৌর কৃষক লীগের যুগ্ন-আহবায়ক দেলোয়ার হোসেন রনি, পৌর কৃষকলীগ নেতা শহীদুল ইসলাম তিতু প্রমূখ।

সভায় জেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, করোনাকালীন সময় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান কর্তৃক সংগঠনের বিরুদ্ধে নীতি বহির্ভূত আলোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠনতন্ত্র বিরোধী অপপ্রচার এবং নেতাকর্মীদের মূল্যায় না করার প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে সভায় অংশগ্রহণকৃত জেলা উপজেলা ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের সম্মতিতে আগামী ১৫ দিনের মধ্যে সাধারণ সম্পাদক বরাবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

অপরদিকে সাংবাদিক প্রবির সিকদার কর্তৃক জেলা কৃষক লীগ সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রচার করে তাকে হেয় করে এবং এই মিথ্যা তথ্য প্রচার এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেন জেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সহ প্রতিবাদ সভায় আগত জেলার সকল উপজেলা ইউনিয়নের নেতা কর্মীরা।

এ প্রসঙ্গে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর খান বলেন, আজকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সভা করা হয়েছে, তা আমাকে জানানো হয়নি। আমি কাউকে হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্য প্রচার করিনি। সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আমাকে দোষারোপ করা হচ্ছে। আমার প্রতি কোন ধরনের অভিযোগ এনে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে কেন্দ্রীয় নেতারা সেটা করার অধিকার রাখে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ফেসবুকে ভিত্তিহীন তথ্য প্রচার করার অভিযোগে প্রতিবাদ সভা

পোস্ট হয়েছেঃ ০৬:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীতে সাংবাদিক প্রবির সিকদার ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কর্তৃক ভিত্তিহীন তথ্য প্রচার করার অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের হলরুমে জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বদর উদ্দিন সর্দার, সদস্য কমল কুমার সরকার, সদর উপজেলা সদস্য সচিব আলাউদ্দিন আলাল, পৌর কৃষক লীগের যুগ্ন-আহবায়ক দেলোয়ার হোসেন রনি, পৌর কৃষকলীগ নেতা শহীদুল ইসলাম তিতু প্রমূখ।

সভায় জেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, করোনাকালীন সময় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান কর্তৃক সংগঠনের বিরুদ্ধে নীতি বহির্ভূত আলোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠনতন্ত্র বিরোধী অপপ্রচার এবং নেতাকর্মীদের মূল্যায় না করার প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে সভায় অংশগ্রহণকৃত জেলা উপজেলা ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের সম্মতিতে আগামী ১৫ দিনের মধ্যে সাধারণ সম্পাদক বরাবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

অপরদিকে সাংবাদিক প্রবির সিকদার কর্তৃক জেলা কৃষক লীগ সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রচার করে তাকে হেয় করে এবং এই মিথ্যা তথ্য প্রচার এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেন জেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সহ প্রতিবাদ সভায় আগত জেলার সকল উপজেলা ইউনিয়নের নেতা কর্মীরা।

এ প্রসঙ্গে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর খান বলেন, আজকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সভা করা হয়েছে, তা আমাকে জানানো হয়নি। আমি কাউকে হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্য প্রচার করিনি। সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আমাকে দোষারোপ করা হচ্ছে। আমার প্রতি কোন ধরনের অভিযোগ এনে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে কেন্দ্রীয় নেতারা সেটা করার অধিকার রাখে।