ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মূলঘর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে মারপিট করেছে বরখাস্ত হওয়া চেয়ারম্যান শেখ মো. ওহিদুজ্জামানের দুই ছেলে, আত্মীয় স্বজন সহ ১০-১২ জন।
সোমবার দুপুর পৌনে একটার দিকে সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মূলঘর ইউনিয়ন পরিষদে আসলে এ সময় বরখাস্ত হওয়া চেয়ারম্যানের ছেলে চঞ্চল, হিমেল, নাতি তৌহিদ সহ ১০-১২ জন তার উপর অতর্কিতভাবে লোহার রড ও লাঠি দিয়ে মারপিট করে। পরে ইউনিয়ন পরিষদের লোকজন এসে তাকে উদ্ধার করে কার্যালয়ের ভেতরে নিয়ে যায়। এ সময় চঞ্চল ও হিমেল ভারপ্রাপ্ত চেয়ারম্যান অস্ত্রুকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। বর্তমানে আহত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
মূলঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ও প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান অস্ত্রু বলেন, ইউপি চেয়ারম্যান শেখ মো. ওহিদুজ্জামানকে ১২ অক্টোবর ইউনিয়ন পরিষদের ক্ষমতার অপব্যবহার ও অপকর্মের দায়ে বরখাস্ত করে। মূলত এখন আমি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করার কারনেই আজকে তার ছেলেরা সহ বেশ কয়েকজন মারপিট করেছে। রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযোগ প্রসঙ্গে বরখাস্ত হওয়া মূলঘর ইউনিয়ন চেয়ারম্যান শেখ মো. ওহিদুজ্জামান বলেন, মাশালিয়ায় আনাট একটি দিঘি আছে। টিআর কাবিখা প্রকল্পের রাস্তায় আমার দিঘি থেকে আমাকে না জানিয়ে মাটি কাটার কারনে আমার ছেলেরা তার সাথে কথা বলতে গিয়ে মারপিটের ঘটনা ঘটে। আমি ঢাকা থেকে এসে বসে বিষয়টি সমাধান করবো বলে জানান।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমি বিষয়টি জেনেছি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ বিষয়ে আইনগত পদক্ষোপ গ্রহন করতে নির্দেশ প্রদান করেছি বলে জানান।
রাজবাড়ী জেলার সদর উপজেলার ১১নং মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানের উল্লেখিত অভিযোগে তার দ্বারা ক্ষমতা প্রয়োগ, প্রশাসনিক দৃষ্টিকোন থেকে সমীচীন নয় বলে সরকার মূলঘর ইউপি চেয়ারম্যানকে স্থানীয় সরকার বিভাগ গত ১২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে সাময়িক বরখাস্ত করে। প্রজ্ঞাপনে স্থানীয় সরকার অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত এক চিঠিতে চেয়ারম্যানকে বরখাস্তের কারন তুলে ধরা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেহেতু মূলঘর ইউপি চেয়াম্যানের সংঘটিত অপরাদ মূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদের জনস্বার্থের পরিপন্থি বিবেচনা করে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ আইনে চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করেন।