০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সংবাদ সম্মেলনে সাবেক এমপি খৈয়মের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী বিএনপির

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলার গোয়ালন্দ মোড় দলীয় কার্যালয়ে রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এ্যাডভোকেট আসলাম মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবর রহমান, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান প্রমূখ।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, রাজবাড়ী জেলা বিএনপিকে উপেক্ষা করে জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তার অনুসারীদের নিয়ে জেলার বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। নিজের মতো করে পৃথক কমিটি দিচ্ছেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম আজ শনিবার সদর উপজেলার খানখানাপুর বাজারে বিএনপির ব্যানারে সভা আহ্বান করেন। বিষয়টি জেলা, সদর উপজেলা এমনকি খানখানাপুর ইউনিয়ন বিএনপির কোন নেতাকর্মী জানেন না।

জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, বিগত ১৭ বছরে খৈয়াম বা তার অনুসারীদের রাজপথে দেখিনি। আমরা রাজপথে আন্দোলন করলেও তিনি সব সময় দলীয় কর্মসূচির বাইরে থাকতেন। ৫ আগষ্টের পর তিনি এলাকায় ফিরে অনুসারীদের নিয়ে দখলবাজি শুরু করেছেন। সুদিন আসছে দেখে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ব্যবস্থা গ্রহণের দাবী করছি।

জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সদর উপজেলা, ইউনিয়ন এমনকি প্রতিটি ওয়ার্ড কমিটি রয়েছে। অথচ ওয়ার্কাস বিএনপির, সংস্কারপন্থী নেতা খৈয়াম ৫ আগষ্ট স্বৈরাচারী আ.লীগ সরকারের পতনের পর অনুসারীদের নিয়ে বিভিন্ন হাঁট-বাজার, ঘাট, বালু মহাল দখলে নিয়েছে। তাঁর বিতর্কিত কর্মকান্ড দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ দিয়েছি। আমরা খৈয়ামের বহিষ্কার দাবী করছি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, দলের দুর্দিনে রাজপথে থেকে একদিকে আওয়ামী লীগ অন্যদিকে খৈয়মপন্থী অনুসারীদের হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আজও তিনি সংগঠনের গঠনতন্ত্রকে অবজ্ঞা করে আ.লীগের লোকজন ও অনুসারীদের নিয়ে খানখানাপুরে সভার আয়োজন করেন। পরে জেলা বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করে। আমরা এহেন বিতর্কিত কর্মকান্ডের নিন্দা জানিয়ে আজকের সভা থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ২০০১ সালে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হই। ২০০৮ সালে ও ২০১৮ সালে আমাকে জোড় করে পরাজিত করা হয়। এছাড়া দুইবার জেলা বিএনপির সভপতি ছিলাম। আ.লীগের সময় আমার বিরুদ্ধে হামলা হয়েছে, কত মামলা দিয়েছে ওদের বিরুদ্ধে কোন মামলা হয়েছে? বরং পুলিশি পাহারায় সভা সমাবেশ করেছে। ৫ আগষ্টের পর কিছু উচ্ছৃঙ্খল মানুষ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। আমি ডিসি, এসপির সাথে মিটিং করে, সভা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে ধন্যবাদ দিয়েছেন। আমি তাদেরকে একত্রে দলীয় কর্মসূচি পালনের আহ্বান করলেও আসেনি। এসব নোংরামি না করে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার আহ্বান জানান তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে সাবেক রেলপথ মন্ত্রী সহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের

রাজবাড়ীতে সংবাদ সম্মেলনে সাবেক এমপি খৈয়মের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী বিএনপির

পোস্ট হয়েছেঃ ০৮:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলার গোয়ালন্দ মোড় দলীয় কার্যালয়ে রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এ্যাডভোকেট আসলাম মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবর রহমান, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান প্রমূখ।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, রাজবাড়ী জেলা বিএনপিকে উপেক্ষা করে জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তার অনুসারীদের নিয়ে জেলার বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। নিজের মতো করে পৃথক কমিটি দিচ্ছেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম আজ শনিবার সদর উপজেলার খানখানাপুর বাজারে বিএনপির ব্যানারে সভা আহ্বান করেন। বিষয়টি জেলা, সদর উপজেলা এমনকি খানখানাপুর ইউনিয়ন বিএনপির কোন নেতাকর্মী জানেন না।

জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, বিগত ১৭ বছরে খৈয়াম বা তার অনুসারীদের রাজপথে দেখিনি। আমরা রাজপথে আন্দোলন করলেও তিনি সব সময় দলীয় কর্মসূচির বাইরে থাকতেন। ৫ আগষ্টের পর তিনি এলাকায় ফিরে অনুসারীদের নিয়ে দখলবাজি শুরু করেছেন। সুদিন আসছে দেখে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ব্যবস্থা গ্রহণের দাবী করছি।

জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সদর উপজেলা, ইউনিয়ন এমনকি প্রতিটি ওয়ার্ড কমিটি রয়েছে। অথচ ওয়ার্কাস বিএনপির, সংস্কারপন্থী নেতা খৈয়াম ৫ আগষ্ট স্বৈরাচারী আ.লীগ সরকারের পতনের পর অনুসারীদের নিয়ে বিভিন্ন হাঁট-বাজার, ঘাট, বালু মহাল দখলে নিয়েছে। তাঁর বিতর্কিত কর্মকান্ড দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ দিয়েছি। আমরা খৈয়ামের বহিষ্কার দাবী করছি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, দলের দুর্দিনে রাজপথে থেকে একদিকে আওয়ামী লীগ অন্যদিকে খৈয়মপন্থী অনুসারীদের হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আজও তিনি সংগঠনের গঠনতন্ত্রকে অবজ্ঞা করে আ.লীগের লোকজন ও অনুসারীদের নিয়ে খানখানাপুরে সভার আয়োজন করেন। পরে জেলা বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করে। আমরা এহেন বিতর্কিত কর্মকান্ডের নিন্দা জানিয়ে আজকের সভা থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ২০০১ সালে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হই। ২০০৮ সালে ও ২০১৮ সালে আমাকে জোড় করে পরাজিত করা হয়। এছাড়া দুইবার জেলা বিএনপির সভপতি ছিলাম। আ.লীগের সময় আমার বিরুদ্ধে হামলা হয়েছে, কত মামলা দিয়েছে ওদের বিরুদ্ধে কোন মামলা হয়েছে? বরং পুলিশি পাহারায় সভা সমাবেশ করেছে। ৫ আগষ্টের পর কিছু উচ্ছৃঙ্খল মানুষ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। আমি ডিসি, এসপির সাথে মিটিং করে, সভা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে ধন্যবাদ দিয়েছেন। আমি তাদেরকে একত্রে দলীয় কর্মসূচি পালনের আহ্বান করলেও আসেনি। এসব নোংরামি না করে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার আহ্বান জানান তিনি।