০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে হারানো মোবাইল ফোন মালিকের কাছে ফিরিয়ে দিল পুলিশ

রাজবাড়ীমেইল ডেস্কঃ বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় উপকরণের মধ্যে মোবাইলফোন অতিব জরুরী একটি উপকরণ। এমনকি সকলের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই ফোন। সেই হারিয়ে যাওয়া ২০টি মোবাইলফোন প্রকৃত মালিকের কাছে বিভিন্ন জেলা থেকে উদ্ধারের পর ফিরিয়ে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এর বিশেষ তৎপরতায় জেলার গোয়েন্দা শাখা পুলিশ এ কাজটি সফলভাবে সম্পন্ন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আম্রকাননে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে হারিয়ে এসব এ্যান্ড্রুয়েট মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ফজলুল করিম, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ওমর শরীফ, পুলিশ পরিদর্শক জিয়ারুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মোবাইলফোন হস্তান্তরকালে পুলিশ সুপার বলেন, একটি মাত্র মোবাইলফোন। কিন্তু এর গুরুত্ব বহন করে অনেক। বর্তমান সমাজে মানুষের দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে মোবাইলফোন। কয়েকমাস আগে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থান থেকে এমন ২০ জন ব্যক্তির এ্যান্ড্রুয়েট মোবাইলফোন হারিয়ে যাওয়ার অভিযোগ থেকে তাৎক্ষনিকভাবে গোয়েন্দা পুলিশকে উদ্ধারে কাজে লাগিয়ে দেওয়া হয়। প্রযুক্তির সহায়তায় আমরা যশোর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও ঝিনাইদহ থেকে অভিযান চালিয়ে করোনার আগেই হারিয়ে যাওয়া এসব ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি। কিন্তু ইতিমধ্যে করোনার ব্যাপক বিস্তার ঘটায় হস্তান্তর করতে আমাদের সময় লেগে যায়। তবে আনন্দিত হারিয়ে যাওয়া ফোনের প্রকৃত মালিকের কাছে তাদের ফোন ফিরিয়ে দিতে পেরেছি।

হারিয়ে যাওয়া মোবাইলফোন পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় যশোরের শরীফুল ইসলাম নামের এক ব্যক্তি অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি ফোনটি ফিরে পাব এ আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু দেরিতে হলেও ফোনটি ফিরে পেয়েছি এ জন্য পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে হারানো মোবাইল ফোন মালিকের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পোস্ট হয়েছেঃ ০৯:০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় উপকরণের মধ্যে মোবাইলফোন অতিব জরুরী একটি উপকরণ। এমনকি সকলের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই ফোন। সেই হারিয়ে যাওয়া ২০টি মোবাইলফোন প্রকৃত মালিকের কাছে বিভিন্ন জেলা থেকে উদ্ধারের পর ফিরিয়ে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এর বিশেষ তৎপরতায় জেলার গোয়েন্দা শাখা পুলিশ এ কাজটি সফলভাবে সম্পন্ন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আম্রকাননে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে হারিয়ে এসব এ্যান্ড্রুয়েট মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ফজলুল করিম, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ওমর শরীফ, পুলিশ পরিদর্শক জিয়ারুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মোবাইলফোন হস্তান্তরকালে পুলিশ সুপার বলেন, একটি মাত্র মোবাইলফোন। কিন্তু এর গুরুত্ব বহন করে অনেক। বর্তমান সমাজে মানুষের দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে মোবাইলফোন। কয়েকমাস আগে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থান থেকে এমন ২০ জন ব্যক্তির এ্যান্ড্রুয়েট মোবাইলফোন হারিয়ে যাওয়ার অভিযোগ থেকে তাৎক্ষনিকভাবে গোয়েন্দা পুলিশকে উদ্ধারে কাজে লাগিয়ে দেওয়া হয়। প্রযুক্তির সহায়তায় আমরা যশোর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও ঝিনাইদহ থেকে অভিযান চালিয়ে করোনার আগেই হারিয়ে যাওয়া এসব ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি। কিন্তু ইতিমধ্যে করোনার ব্যাপক বিস্তার ঘটায় হস্তান্তর করতে আমাদের সময় লেগে যায়। তবে আনন্দিত হারিয়ে যাওয়া ফোনের প্রকৃত মালিকের কাছে তাদের ফোন ফিরিয়ে দিতে পেরেছি।

হারিয়ে যাওয়া মোবাইলফোন পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় যশোরের শরীফুল ইসলাম নামের এক ব্যক্তি অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি ফোনটি ফিরে পাব এ আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু দেরিতে হলেও ফোনটি ফিরে পেয়েছি এ জন্য পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।