০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশ অধিদপ্তরের অভিযান, গোয়ালন্দে দুই ভাটা মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, লাইসেন্স না থাকা, কয়লার পরিবর্তে অবৈধ উপায়ে জ্বালানি হিসেবে কাঠ পুড়ানো সহ নানা অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত এসব ইটভাটায় অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকা প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ এর নেতৃত্বে অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাশেদ সহ র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দল। প্রথমে গোয়ালন্দ উপজেলার উত্তর চর পাচুরিয়া এলাকায় অবস্থিত একেএফ ইট ভাটা এবং দৌলতদিয়া এলাকায় অবস্থিত এএনএ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানকালে এস্কেভেটর দিয়ে ভাটা দুটির অংশ বিশেষ গুড়িয়ে দেওয়া হয়। সাথে ভাটা দুটির মালিকদেরক নগদ তিন লাখ টাকা করে মোট ৬লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পুনরায় চালানোর ক্ষেত্রে তাদেরকে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাশেদ প্রথম আলোকে বলেন, ভাটা দুটি ফিক্সড চিমনির। যা সম্পূর্ণভাবে অবৈধ। ঝিকঝাক ভাটা ছাড়া কোন ফিক্সড চিমনির ভাটা চলবেনা। ফিক্সড চিমনির ভাটা চালানোর কোন সুযোগ নেই। এছাড়া ভাটা দুটির পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই, জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স নেই, কয়লার পরিবর্তে অবৈধ উপায়ে কাঠ পোড়ানো হয় এবং তাদের মাটি ব্যবহারের ক্ষেত্রেও অনুমোতি নেই। যে কারনে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভাটা দুটিতে অভিযান চালানো হয়। এস্কেভেটর দিয়ে ভাটা দুটির অংশ বিশেষ গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ভাটা দুটির মালিকদের প্রত্যেককে নগদ ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানাও করা হয়।

তিনি আরো বলেন, গোয়ালন্দ উপজেলায় দুইটি ইট ভাটায় অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইটভাটায়ও অভিযান চালানো হবে। গোয়ালন্দ শেষ করে রাজবাড়ী জেলা সদর উপজেলার ইটভাটাগুলোতেও অভিযান চালানো হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পরিবেশ অধিদপ্তরের অভিযান, গোয়ালন্দে দুই ভাটা মালিককে জরিমানা

পোস্ট হয়েছেঃ ০৭:৫৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, লাইসেন্স না থাকা, কয়লার পরিবর্তে অবৈধ উপায়ে জ্বালানি হিসেবে কাঠ পুড়ানো সহ নানা অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত এসব ইটভাটায় অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকা প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ এর নেতৃত্বে অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাশেদ সহ র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দল। প্রথমে গোয়ালন্দ উপজেলার উত্তর চর পাচুরিয়া এলাকায় অবস্থিত একেএফ ইট ভাটা এবং দৌলতদিয়া এলাকায় অবস্থিত এএনএ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানকালে এস্কেভেটর দিয়ে ভাটা দুটির অংশ বিশেষ গুড়িয়ে দেওয়া হয়। সাথে ভাটা দুটির মালিকদেরক নগদ তিন লাখ টাকা করে মোট ৬লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পুনরায় চালানোর ক্ষেত্রে তাদেরকে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাশেদ প্রথম আলোকে বলেন, ভাটা দুটি ফিক্সড চিমনির। যা সম্পূর্ণভাবে অবৈধ। ঝিকঝাক ভাটা ছাড়া কোন ফিক্সড চিমনির ভাটা চলবেনা। ফিক্সড চিমনির ভাটা চালানোর কোন সুযোগ নেই। এছাড়া ভাটা দুটির পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই, জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স নেই, কয়লার পরিবর্তে অবৈধ উপায়ে কাঠ পোড়ানো হয় এবং তাদের মাটি ব্যবহারের ক্ষেত্রেও অনুমোতি নেই। যে কারনে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভাটা দুটিতে অভিযান চালানো হয়। এস্কেভেটর দিয়ে ভাটা দুটির অংশ বিশেষ গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ভাটা দুটির মালিকদের প্রত্যেককে নগদ ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানাও করা হয়।

তিনি আরো বলেন, গোয়ালন্দ উপজেলায় দুইটি ইট ভাটায় অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইটভাটায়ও অভিযান চালানো হবে। গোয়ালন্দ শেষ করে রাজবাড়ী জেলা সদর উপজেলার ইটভাটাগুলোতেও অভিযান চালানো হচ্ছে।