০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার ১৫ কেজির ওজনের বোয়াল মাছ বিক্রি হলো ২৮ হাজার টাকায়

হেলাল মাহমুদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর উপজেলার গোদার বাজার এলাকার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়ছে ১৫ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ। শনিবার  সকালে জেলার গোদার বাজার এলাকায় জেলে বলাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে পদ্মা নদীতে জাল নিয়ে মাছ শিকারে বের হন জেলে বলাই হালদার। দুপুরের দিকে জাল তুলতেই এক ঝাকিতে বুঝতে পারেন বড় কোন মাছ আটকা পড়েছে। জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি বোয়াল মাছ। ইংরেজী নতুন বছরের প্রথম দিন পদ্মা নদীতে বড় একটি বোয়াল মাছ পেয়ে জেলে বালাই হালদার বেজায় খুশি। তাৎক্ষনিকভাবে মাছটি বিক্রির জন্য তিনি নিয়ে আসেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে। এসময়  দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের সত্ত্বাধিকারী মো. শাহজাহান শেখ জানান, জেলে বলাই হালদার মাছটি পাওয়ার পর মুঠোফোনে তাঁকে বিষয়টি জানান। পরে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে উম্মুক্ত নিলামে মাছটির দাম হাঁকা হয়। এসময় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে মানিকগঞ্জের এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৭৫০ টাকায় বোয়াল মাছটি বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীতে খুব বেশি একটা বড় মাছ ধরা পড়ছে না। কয়েক দিন আগে মাঝে মধ্যে পাঙ্গাশ, রুই, কাতলা, বোয়াল জাতীয় মাছ ধরা পড়তো। আগামীতে এ ধরনের দেশীয় বড় প্রজাতির মাছ আরো ধরা পড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মার ১৫ কেজির ওজনের বোয়াল মাছ বিক্রি হলো ২৮ হাজার টাকায়

পোস্ট হয়েছেঃ ০৮:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

হেলাল মাহমুদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর উপজেলার গোদার বাজার এলাকার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়ছে ১৫ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ। শনিবার  সকালে জেলার গোদার বাজার এলাকায় জেলে বলাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে পদ্মা নদীতে জাল নিয়ে মাছ শিকারে বের হন জেলে বলাই হালদার। দুপুরের দিকে জাল তুলতেই এক ঝাকিতে বুঝতে পারেন বড় কোন মাছ আটকা পড়েছে। জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি বোয়াল মাছ। ইংরেজী নতুন বছরের প্রথম দিন পদ্মা নদীতে বড় একটি বোয়াল মাছ পেয়ে জেলে বালাই হালদার বেজায় খুশি। তাৎক্ষনিকভাবে মাছটি বিক্রির জন্য তিনি নিয়ে আসেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে। এসময়  দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের সত্ত্বাধিকারী মো. শাহজাহান শেখ জানান, জেলে বলাই হালদার মাছটি পাওয়ার পর মুঠোফোনে তাঁকে বিষয়টি জানান। পরে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে উম্মুক্ত নিলামে মাছটির দাম হাঁকা হয়। এসময় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে মানিকগঞ্জের এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৭৫০ টাকায় বোয়াল মাছটি বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীতে খুব বেশি একটা বড় মাছ ধরা পড়ছে না। কয়েক দিন আগে মাঝে মধ্যে পাঙ্গাশ, রুই, কাতলা, বোয়াল জাতীয় মাছ ধরা পড়তো। আগামীতে এ ধরনের দেশীয় বড় প্রজাতির মাছ আরো ধরা পড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।