মইন মৃধা, গোয়ালন্দঃ নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ পালিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন-আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একটিদিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অবস্থায় সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।