মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ইমরান হোসেন চৌধুরীর ১৪ তম মৃত্যু বার্ষিকী রোববার ফরিদপুরে বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বাদ আসর শহরের কমলাপুর ডিআইবি বটতলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন কমলাপুর বটতলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আসাদুজ্জামান। এ সময় মরহুম ইমরান হোসেন চৌধুরীর একমাত্র পুত্র ইতমাম হাসিন চৌধুরী, যুবলীগ নেতা সাব্বির কামাল, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব পিয়াল, সমাজ সেবক জাকির হোসেন নিশাত, মো. আব্দুল ওহাব মিয়া সহ মুসল্লিগন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাদ আসর চানপুর গ্রামের বাড়ির মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবরামপুর এলাকার দুটি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
উল্লেখ্য, বর্ষিয়ান এই রাজনীতিবিদ ফরিদপুরের উন্নয়নের অন্যতম ব্যক্তিত্ব ইমরান হোসেন চৌধুরী ২০০৯ সালের ২২ জানুয়ারী উপজেলা নির্বাচন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।