Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা
  5. স্বাস্থ্য

রাজবাড়ীতে অভিভাবকদের ভিড়ে শিক্ষার্থীদের সংক্রমণ বাড়ার শঙ্কা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৩০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ দীর্ঘ আঠারো মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। খুবই সর্তকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা যেন করোনা আক্রান্ত না হয় সে জন‍্য স্বাস্থ‍্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করেই বিদ‍্যালয়ে প্রবেশ করিয়ে পাঠদান দেওয়া হচ্ছে। এতসবের পরও শিক্ষার্থীরা করোনা সংক্রমণের ঝুঁকিতে থেকেই যাচ্ছে। কারণ শিক্ষার্থীদের অভিভাবকেরা মানছে না স্বাস্থ‍্যবিধি।

গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখা যায়, অভিভাবকেরা বিদ‍্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে আছে। কখন স্কুল ছুটি হবে আর কখন তাদের সন্তানদের নিয়ে বাড়ি ফিরবেন। অথচ এসব অভিভাবকেরা সামাজিক দূরত্ব বা স্বাস্থ‍্যবিধি মানছে না। এক জনের গায়ের সাথে গা ঘেঁষা ঘেষি করে দাঁড়িয়ে আছে। অনেকের মুখে নেই মাস্ক, অনেকেই আবার থুতনিতে ঝুলিয়ে রেখেছে। এতে করে ওইসব ক্ষুদে শিক্ষার্থীরা করোনা আক্রান্ত হবার ঝুঁকিতে থাকছে।

আলেয়া খাতুন নামে এক অভিভাবক জানায়, তার মেয়ের জন্য অপেক্ষায় রয়েছে। কিন্তু এখানে স্বাস্থ‍্যবিধি মানা হচ্ছে না। ফলে আতঙ্কে রয়েছে তার সন্তানও যদি করোনা আক্রান্ত হয়।

মো. চাঁদ আলী নামের আরেক অভিভাবক জানান, তিনি তার ছেলের জন্য দূরে দাড়িয়ে আছেন। কারন যেহেতু বিদ্যালয়ের সামনে জায়গা কম তাই সেখানে জটলা না করে দূরে থাকাটা তিনি নিরাপদ বলে মনে করেন। সেই সাথে সকল অভিভাবকেরই স্বাস্থ্যবিধি মেনে দূরে অপেক্ষা করা উচিৎ। কারণ এই পরিস্থিতিতে অভিভাবকেরা সচেতন না হলে তাদের সন্তানেরা তাদের কাছ থেকেই করোনা আক্রান্ত হবেন।

টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স জানান, তারা স্বাস্থ‍্যবিধি মেনেই শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকদের বারবার বুঝিয়েছেন স্কুল ছুটির সময় জটলা না করতে। কিন্তু কেউ তাদের কথা কর্ণপাত করছে না।

তিনি আরও বলেন, এরপরও যদি অভিভাবকেরা আমাদের কথা না শোনেন তাহলে আমি পুলিশ সুপারের কাছে আবেদন জানাবেন এখানে আইনশৃঙ্খলা বাহীনি নিযুক্তের জন্য।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমীন করিম জানায়, বিদ‍্যালয়ের সামনে যেন শিক্ষার্থীদের অভিভাবকেরা জনসমাগম না করতে পারে তার জন‍্য ব‍্যবস্থা গ্রহন করা হবে।

সিভিল সার্জন ইব্রাহিম টিটোন জানায়, তিনি নিজেও দেখেছেন অনেক স্কুলের সামনে শিক্ষার্থীদের অভিভাবকেরা স্বাস্থ‍্যবিধি না মেনে দাঁড়িয়ে থাকেন। এতে করে ওই সব শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের মাধ্যমে করোনা আক্রান্তের ঝুঁকির মধ্যে থেকে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে গত রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে ব‍্যবস্থা নেওয়ার জন‍্য। করোনা থেকে বাঁচতে হলে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ