০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় ইলিশ ধরার দায়ে রাজবাড়ীতে ১০ জেলের কারাদন্ড

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ বিধিনিষেধ উপেক্ষা করে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে কারাদন্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গত ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর উপজেলা ও কালুখালী পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ১০ জেলেকে জাল সহ আটক করে মৎস্য রক্ষা ও সংরক্ষন টাস্কফোর্স টিম। এসময় তাদের কাছ থেকে পাওয়া ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩ কেজি ইলিশ জব্দ করা হয়।

সোমবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য সংরক্ষন আইনে দন্ডবিধি ১৮৬০ এর (১৬৮) ও (১৮৮) ধারায় ১০ জেলের ৯ জনকে ৫, ৭ ও ৯ দিন করে কারাদন্ড ও ১ জনকে কারেন্ট জাল পরিবহনের দায়ে ২০০ টাকা জরিমানা করা হয়। এসময় তাদের কাছ থেকে পাওয়া ১৩ কেজি ইলিশ মাছ এতিম খানা ও মাদ্রাসায় বন্টন করা হয়। এছাড়া ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ড ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলির ধরার অপরাধে তাদের এ কারাদন্ড প্রদান করা হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, আনসার ব্যাটালিয়নের সদস্য সহ অন্যারা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় ইলিশ ধরার দায়ে রাজবাড়ীতে ১০ জেলের কারাদন্ড

পোস্ট হয়েছেঃ ১১:০২:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ বিধিনিষেধ উপেক্ষা করে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে কারাদন্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গত ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর উপজেলা ও কালুখালী পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ১০ জেলেকে জাল সহ আটক করে মৎস্য রক্ষা ও সংরক্ষন টাস্কফোর্স টিম। এসময় তাদের কাছ থেকে পাওয়া ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩ কেজি ইলিশ জব্দ করা হয়।

সোমবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য সংরক্ষন আইনে দন্ডবিধি ১৮৬০ এর (১৬৮) ও (১৮৮) ধারায় ১০ জেলের ৯ জনকে ৫, ৭ ও ৯ দিন করে কারাদন্ড ও ১ জনকে কারেন্ট জাল পরিবহনের দায়ে ২০০ টাকা জরিমানা করা হয়। এসময় তাদের কাছ থেকে পাওয়া ১৩ কেজি ইলিশ মাছ এতিম খানা ও মাদ্রাসায় বন্টন করা হয়। এছাড়া ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ড ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলির ধরার অপরাধে তাদের এ কারাদন্ড প্রদান করা হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, আনসার ব্যাটালিয়নের সদস্য সহ অন্যারা।