০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

তীব্র স্রোত ও নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট ও স্রোতের তীব্রতার কারণে যানবাহন পারাপার করতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকটের কারনে দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ রাখা হয় এবং ফেরি সংকট থাকায় রুটের যানবাহনগুলো পার হতে দৌলতদিয়ায় আসায় অতিরিক্ত চাপ পড়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়ায় অতিরিক্ত যানবাহনের চাপের কারনে প্রতিদিন যানজটে পরে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। তীব্র স্রোত, নাব্য সংকট ও শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটে পারাপারের অপেক্ষায় কয়েকশ যাত্রীবাহী বাস ও পন্যবাহী পরিবহন যানজটে আটকে থাকছে। গতকাল শুক্রবারও ঢাকা-খুলনা মহাসড়কে ফেরি পারের জন্য কয়েকশ যানবাহন সিরিয়ালে থাকতে দেখা গেছে।

দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি ঘাটের মধ্যে গত বছর নদী ভাঙ্গনে ১ ও ২ নং ফেরি ঘাট নদীগর্ভে বিলীন হওয়ার কারনে বর্তমানে ৪টি ঘাট দিয়ে যানবাহন পারাপার চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত এ দুটি ঘাট সচল করতে পারেনি ঘাট কর্তৃপক্ষ। এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া প্রান্তে নাব্যতা সংকটের কারনে ফেরিগুলো পরিপূর্ণ যানবাহন লোড করে চলতে পারছেনা। প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দুুরত্ব ঘুরে ওয়ানওয়ে পদ্ধতিতে ফেরিগুলো চলাচল করছে। স্রোতের তীব্রতা ও নাব্যতা সংকটের কারনে ফেরিগুলো ঘাটে ভিড়তে সময় লাগছে দ্বিগুনেরও বেশি। নাব্যতা সংকট দুর করতে চারটি খননযন্ত্র দিয়ে খনন করা হলেও নাব্যতা সংকট কাটছেনা। পাটুরিয়া ঘাটের কাছে ড্রেজিং করার কারণে রোরো (বড়) ফেরি ঘাটে ভিড়তে অনেকটা পথ ঘুরতে হচ্ছে।

গতকাল শুক্রবার দুপুরে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী কয়েকশ গাড়ি দৌলতদিয়া প্রান্তে অপেক্ষায় রয়েছে। আটকে থাকা গাড়ির লাইন দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় তিন কিলোমিটার ছাড়িয়ে গেছে। আটকে থাকা গাড়ির মধ্যে বেশিরভাগ রয়েছে পন্যবাহি গাড়ি। ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় যাত্রী ও যানবাহন চালকদের নানা ভোগান্তিতে পরতে হচ্ছে।

যানবাহনের চালকেরা বলেন, শিমুলিয়া কাঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় তাদের দৌলতদিয়া ঘাট হয়ে পার হতে হচ্ছে। কিন্তুদৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোতের কারণে এই রুটেও ফেরি চলাচল ব্যাহত হওয়ায় তাদের ঘন্টার পর ঘন্টা দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে। খাওয়া দাওয়ার কস্ট সহ নানা ধরনের সমস্যায় পরছেন তারা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে স্রোতের তীব্রতা বেড়েছে। সেই সাথে পাটুরিয়া অংশে দেখা দিয়েছে নাব্যতা সংকট। এ কারনে ফেরি পারাপার ব্যহত হচ্ছে। ফেরি ঘাটে ভিড়তে সময় লাগছে অনেক বেশি। এই রুটে বর্তমান ৮টি রোরো ও ৭টি ছোটসহ মোট ১৫টি ফেরি চলাচল করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

তীব্র স্রোত ও নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত

পোস্ট হয়েছেঃ ০৯:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট ও স্রোতের তীব্রতার কারণে যানবাহন পারাপার করতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকটের কারনে দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ রাখা হয় এবং ফেরি সংকট থাকায় রুটের যানবাহনগুলো পার হতে দৌলতদিয়ায় আসায় অতিরিক্ত চাপ পড়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়ায় অতিরিক্ত যানবাহনের চাপের কারনে প্রতিদিন যানজটে পরে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। তীব্র স্রোত, নাব্য সংকট ও শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটে পারাপারের অপেক্ষায় কয়েকশ যাত্রীবাহী বাস ও পন্যবাহী পরিবহন যানজটে আটকে থাকছে। গতকাল শুক্রবারও ঢাকা-খুলনা মহাসড়কে ফেরি পারের জন্য কয়েকশ যানবাহন সিরিয়ালে থাকতে দেখা গেছে।

দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি ঘাটের মধ্যে গত বছর নদী ভাঙ্গনে ১ ও ২ নং ফেরি ঘাট নদীগর্ভে বিলীন হওয়ার কারনে বর্তমানে ৪টি ঘাট দিয়ে যানবাহন পারাপার চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত এ দুটি ঘাট সচল করতে পারেনি ঘাট কর্তৃপক্ষ। এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া প্রান্তে নাব্যতা সংকটের কারনে ফেরিগুলো পরিপূর্ণ যানবাহন লোড করে চলতে পারছেনা। প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দুুরত্ব ঘুরে ওয়ানওয়ে পদ্ধতিতে ফেরিগুলো চলাচল করছে। স্রোতের তীব্রতা ও নাব্যতা সংকটের কারনে ফেরিগুলো ঘাটে ভিড়তে সময় লাগছে দ্বিগুনেরও বেশি। নাব্যতা সংকট দুর করতে চারটি খননযন্ত্র দিয়ে খনন করা হলেও নাব্যতা সংকট কাটছেনা। পাটুরিয়া ঘাটের কাছে ড্রেজিং করার কারণে রোরো (বড়) ফেরি ঘাটে ভিড়তে অনেকটা পথ ঘুরতে হচ্ছে।

গতকাল শুক্রবার দুপুরে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী কয়েকশ গাড়ি দৌলতদিয়া প্রান্তে অপেক্ষায় রয়েছে। আটকে থাকা গাড়ির লাইন দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় তিন কিলোমিটার ছাড়িয়ে গেছে। আটকে থাকা গাড়ির মধ্যে বেশিরভাগ রয়েছে পন্যবাহি গাড়ি। ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় যাত্রী ও যানবাহন চালকদের নানা ভোগান্তিতে পরতে হচ্ছে।

যানবাহনের চালকেরা বলেন, শিমুলিয়া কাঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় তাদের দৌলতদিয়া ঘাট হয়ে পার হতে হচ্ছে। কিন্তুদৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোতের কারণে এই রুটেও ফেরি চলাচল ব্যাহত হওয়ায় তাদের ঘন্টার পর ঘন্টা দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে। খাওয়া দাওয়ার কস্ট সহ নানা ধরনের সমস্যায় পরছেন তারা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে স্রোতের তীব্রতা বেড়েছে। সেই সাথে পাটুরিয়া অংশে দেখা দিয়েছে নাব্যতা সংকট। এ কারনে ফেরি পারাপার ব্যহত হচ্ছে। ফেরি ঘাটে ভিড়তে সময় লাগছে অনেক বেশি। এই রুটে বর্তমান ৮টি রোরো ও ৭টি ছোটসহ মোট ১৫টি ফেরি চলাচল করছে।