নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বাংলাদেশে শিল্পকলা একাডেমীর নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ কর্তৃক ওয়াজ মাহফিলের বিরুদ্ধে চক্রান্ত মূলক বক্তব্য, পর্দা নিয়ে আপত্তি তোলার কারণে তাঁর পদত্যাগ ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ীর আপামর তাওহীদি জনতা ও ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী শাখার শিক্ষার্থী সাইদুজ্জামান সাকিব, এইচ এম হাসিব, শুভ ইসলাম শান্ত, মিরাজুল মাজিত তূর্য, ফাহাদ, ফরিদ উদ্দিন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি মিছিল রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে জেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে সংক্ষিপ্ত বক্তব্যের পর শেষ হয়। সমাবেশে বক্তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদকে আগামী এক সপ্তাহের মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়া সহ তাঁর পদ থেকে অব্যাহতি না নিলে সারা বাংলাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী প্রদান করেন।