০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি’র লোক দিয়ে আ.লীগ করার দরকার নেই, প্রধানমন্ত্রীর জন্মদিনে কাজী কেরামত আলী

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের ব্যানারে উৎসবে সহযোগী হিসেবে পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগও অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস মোল্লা। এসময় সাংসদ কাজী কেরামত আলীর অনুসারী হিসেবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, আমি দলের মধ্যে কোন বিভেদ চাই না। আমি যখন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম তখন কোন বিভেদ ছিলনা। প্রত্যেক কর্মীকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। বিএনপি থেকে আসা ব্যক্তিদের নিয়ে আওয়ামী লীগ করার দরকার নেই। আওয়ামী লীগের এত লোকের অভাব পড়েনি যে বিএনপি থেকে লোকজন এনে আওয়ামী লীগ করাতে হবে। আগামীতে যদি কখনো দলের পরিবর্তন আনতে পারি তাহলে অবশ্যই বাদ পড়া এবং পুরাতন ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আ.লীগের সাবেক সভাপতি গোলাম মাহাবুব রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা গিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফরিদুল ইসলাম, গোয়ালন্দ পৌর যুবলীগের সভাপতি শেখ মো. সোহেল, আ.লীগ নেতা তোফাজ্জল হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আজিজ। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বিএনপি’র লোক দিয়ে আ.লীগ করার দরকার নেই, প্রধানমন্ত্রীর জন্মদিনে কাজী কেরামত আলী

পোস্ট হয়েছেঃ ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের ব্যানারে উৎসবে সহযোগী হিসেবে পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগও অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস মোল্লা। এসময় সাংসদ কাজী কেরামত আলীর অনুসারী হিসেবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, আমি দলের মধ্যে কোন বিভেদ চাই না। আমি যখন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম তখন কোন বিভেদ ছিলনা। প্রত্যেক কর্মীকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। বিএনপি থেকে আসা ব্যক্তিদের নিয়ে আওয়ামী লীগ করার দরকার নেই। আওয়ামী লীগের এত লোকের অভাব পড়েনি যে বিএনপি থেকে লোকজন এনে আওয়ামী লীগ করাতে হবে। আগামীতে যদি কখনো দলের পরিবর্তন আনতে পারি তাহলে অবশ্যই বাদ পড়া এবং পুরাতন ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আ.লীগের সাবেক সভাপতি গোলাম মাহাবুব রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা গিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফরিদুল ইসলাম, গোয়ালন্দ পৌর যুবলীগের সভাপতি শেখ মো. সোহেল, আ.লীগ নেতা তোফাজ্জল হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আজিজ। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।