০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে অস্বচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬৭ জনের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জুন) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের-৩৩৪ সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।

উপজেলা প্রশাসনের আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ সালমা চৌধুরী রুমা বলেন, অস্বচ্ছল নারীদের কর্মসংস্থান হিসাবে এই সেলাই মেশিন বিতরণ করা হলো। বাড়ীর কাজকর্ম সেরে আপনারা সবাই এ মেশিন দিয়ে কাজ করবেন। আমি যাদের লিষ্ট অনুযায়ী সেলাই মেশিন দিয়েছি প্রত্যেকের বাড়ী আমি মাঝে মাঝে গিয়ে দেখবো তারা সেলাই মেশিন বিক্রি করে দিয়েছে নাকি কাজ করছেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সাদেকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন জানান, ২০২০-২১ অর্থবছরের ২৫ লাখ ২ হাজার টাকার টিআর প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলায় ৬৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে অস্বচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

পোস্ট হয়েছেঃ ০৬:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬৭ জনের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জুন) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের-৩৩৪ সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।

উপজেলা প্রশাসনের আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ সালমা চৌধুরী রুমা বলেন, অস্বচ্ছল নারীদের কর্মসংস্থান হিসাবে এই সেলাই মেশিন বিতরণ করা হলো। বাড়ীর কাজকর্ম সেরে আপনারা সবাই এ মেশিন দিয়ে কাজ করবেন। আমি যাদের লিষ্ট অনুযায়ী সেলাই মেশিন দিয়েছি প্রত্যেকের বাড়ী আমি মাঝে মাঝে গিয়ে দেখবো তারা সেলাই মেশিন বিক্রি করে দিয়েছে নাকি কাজ করছেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সাদেকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন জানান, ২০২০-২১ অর্থবছরের ২৫ লাখ ২ হাজার টাকার টিআর প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলায় ৬৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।