০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বেরজালে উঠে আসলো ৯ কেজির চিতল, ১২ হাজারে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ছাত্তার মেম্বার পাড়ায় শনিবার বেলা ১১টার দিকে বেরজালে উঠে আসে ৯ কেজি ওজনের একটি চিতল মাছ। মাছটি স্থানীয় এক মৎস্য ব্যবসায়ীর কাছে ১১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। ওই ব্যবসায়ী কুষ্টিয়ার এক ব্যক্তির কাছে ১২ হাজার টাকায় বিক্রি করেন। চিতলটি দৌলতদিয়ার ৭নম্বর ওয়ার্ড মনি সরদার পাড়ার পরান শেখ এর বেরজালে ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবীরা জেলে পরান শেখ এর বরাত দিয়ে জানান, শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া এলাকায় বেরজাল ফেলেন। এর কিছুক্ষণ পর তারা জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান অন্যান্য ছোট মাছের সাথে বড় একটি চিতল মাছ উঠে এসেছে। এরপরই তারা ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ এর কাছে চিতল মাছটি বিক্রি করেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, বেলা ১১টার দিকে জেলে পরান শেখ ওরফে পরান হালদার বড় ওই চিতল মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। এসময় তিনি তার আড়ত ঘরেই ওজন দিয়ে দেখতে পান চিতলটির ওজন হয়েছে ৯ কেজির মতো। পরে জেলে পরান শেখ এর সাথে সরাসরি দরদাম করে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ১১ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে নেন। এসময় তাঁর (জেলে) উপস্থিতিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শাহিন ওরফে মনি নামের এক বড় ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। পরে ওই ব্যক্তির কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ১২ হাজার ১৫০ টাকায় বিক্রি করেন। মাছটি দুপুর বারোটার দিকে পরিবহনে কুষ্টিয়া পাঠিয়ে দেন।

শাহজাহান শেখ আরো বলেন, বর্তমানে পদ্মা নদীতে মাছ তেমন একটা পাওয়া যাচ্ছেনা বললেই চলে। জেলেরা নদীতে নেমে হতাশ হয়ে অনেকটা খালি হাতে ফিরে আসছেন। জেলেরা মাছ না পাওয়ায় আমরাও এক প্রকার বেকার হয়ে বসে আছি। অনেক দিন পর নদীতে বেরজালে এ ধরনের বড় একটি চিতল মাছ পাওয়া গেল। গত বর্ষা মৌসুমে এর চেয়ে আরেকটু বড় চিতল মাছ পাওয়া গেছিল। অনেক দিন বড় একটি চিতল মাছ পাওয়ায় জেলে পরান ও তার সঙ্গীদের খুশির সাথে আমরাও খুশি হয়েছি।

গোয়ালন্দ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহরিয়ার জামান বলেন, পদ্মা নদীর পানি শুকিয়ে বালুর চর পড়ায় নদীতে তেমন কোন ¯্রােত নেই, পানির গভীরতা নেই। যে কারনে ইদানিং তেমন ভালো কোন মাছ ধরা পড়ছে না। এটি এ অঞ্চলের জন্য অশনি সংকেত বলে তিনি মনে করছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে বেরজালে উঠে আসলো ৯ কেজির চিতল, ১২ হাজারে বিক্রি

পোস্ট হয়েছেঃ ১০:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ছাত্তার মেম্বার পাড়ায় শনিবার বেলা ১১টার দিকে বেরজালে উঠে আসে ৯ কেজি ওজনের একটি চিতল মাছ। মাছটি স্থানীয় এক মৎস্য ব্যবসায়ীর কাছে ১১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। ওই ব্যবসায়ী কুষ্টিয়ার এক ব্যক্তির কাছে ১২ হাজার টাকায় বিক্রি করেন। চিতলটি দৌলতদিয়ার ৭নম্বর ওয়ার্ড মনি সরদার পাড়ার পরান শেখ এর বেরজালে ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবীরা জেলে পরান শেখ এর বরাত দিয়ে জানান, শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া এলাকায় বেরজাল ফেলেন। এর কিছুক্ষণ পর তারা জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান অন্যান্য ছোট মাছের সাথে বড় একটি চিতল মাছ উঠে এসেছে। এরপরই তারা ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ এর কাছে চিতল মাছটি বিক্রি করেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, বেলা ১১টার দিকে জেলে পরান শেখ ওরফে পরান হালদার বড় ওই চিতল মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। এসময় তিনি তার আড়ত ঘরেই ওজন দিয়ে দেখতে পান চিতলটির ওজন হয়েছে ৯ কেজির মতো। পরে জেলে পরান শেখ এর সাথে সরাসরি দরদাম করে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ১১ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে নেন। এসময় তাঁর (জেলে) উপস্থিতিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শাহিন ওরফে মনি নামের এক বড় ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। পরে ওই ব্যক্তির কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ১২ হাজার ১৫০ টাকায় বিক্রি করেন। মাছটি দুপুর বারোটার দিকে পরিবহনে কুষ্টিয়া পাঠিয়ে দেন।

শাহজাহান শেখ আরো বলেন, বর্তমানে পদ্মা নদীতে মাছ তেমন একটা পাওয়া যাচ্ছেনা বললেই চলে। জেলেরা নদীতে নেমে হতাশ হয়ে অনেকটা খালি হাতে ফিরে আসছেন। জেলেরা মাছ না পাওয়ায় আমরাও এক প্রকার বেকার হয়ে বসে আছি। অনেক দিন পর নদীতে বেরজালে এ ধরনের বড় একটি চিতল মাছ পাওয়া গেল। গত বর্ষা মৌসুমে এর চেয়ে আরেকটু বড় চিতল মাছ পাওয়া গেছিল। অনেক দিন বড় একটি চিতল মাছ পাওয়ায় জেলে পরান ও তার সঙ্গীদের খুশির সাথে আমরাও খুশি হয়েছি।

গোয়ালন্দ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহরিয়ার জামান বলেন, পদ্মা নদীর পানি শুকিয়ে বালুর চর পড়ায় নদীতে তেমন কোন ¯্রােত নেই, পানির গভীরতা নেই। যে কারনে ইদানিং তেমন ভালো কোন মাছ ধরা পড়ছে না। এটি এ অঞ্চলের জন্য অশনি সংকেত বলে তিনি মনে করছেন।