০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর খানখানাপুরে যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর খানখানাপুরে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে খানখানাপুর রেলওয়ে স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেন ১০ মিনিট থামিয়ে দেয় সাধারণ জনগণ। শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী খানখানাপুর রেলওয়ে স্টেশনে খানখানাপুর ও পাশ্ববর্তী ইউনিয়নের সর্বস্তরের জনগণ এর ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়েছে।

ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সাধারণ সম্পাদক ও খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম লাল, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ফরহাদ হোসেন নান্নু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ হারুন, খানখানাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নব কুমার দত্ত, খানখানাপুর বাজার ব্যবসায়ী সমিতির ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান বাদশা, যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান ফারুকসহ খানখানাপুরের সর্বস্তরের বিভিন্ন শ্রেণীপেশার অনন্ত দুই শতাধিক মানুষ যাত্রা বিরতির দাবিতে এই মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের দাবী রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেন প্রতিদিন সকাল ৬ টা ৪০ মিনিটে ছেড়ে ঈশ্বরদী জংশন, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, কুমারখালি, খোকশা, পাংশা, কালুখালী জংশন, রাজবাড়ী হয়ে বেলা ১১ টা ১০ মিনিটে পাঁচুরিয়া জংশন যাত্রাবিরতি দিয়ে খানখানাপুর হয়ে ঢাকা গমন করে। কিন্তু খানখানাপুরের ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনে  ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করে না। ফলে প্রতিদিন মানুষের নানাবিধ ভোগান্তি সহ্য করে ঢাকা যেতে হয়। এলাকাবাসী খানখানাপুর স্টেশনে ঢাকাগামী সকল ট্রেনের যাত্রাবিরতির জন্য রেলওয়ের উর্ধতন কতৃপক্ষের নিকট দাবী জানান।

এ সময় বক্তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নগাথা তুলে ধরে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপে পদ্মা সেতু রেল সংযোজনায় সাধারণ মানুষ উপকৃত ও উচ্ছ্বসিত। পদ্মা সেতুর রেল সেবার সুফল ভোগ করার লক্ষ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি খানখানাপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় তারা ১৫ দিনের আলটিমেটাম জানিয়ে বলেন, খানখানাপুর ও গোয়ালন্দ সহ আশপাশের লোকজনের সুবিধার গ্রহনের জন্য আগামী ১৫ দিনের মধ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেনে যাত্রাবিরতি না দিলে আরো কঠোর কর্মসূচী গ্রহণ করবো। আশা করছি রেলওয়ে কতৃপক্ষ মানবিক দৃষ্টিকোণ থেকে খানখানাপুরে যাত্রা বিরতি দিবেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীর খানখানাপুরে যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০২:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর খানখানাপুরে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে খানখানাপুর রেলওয়ে স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেন ১০ মিনিট থামিয়ে দেয় সাধারণ জনগণ। শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী খানখানাপুর রেলওয়ে স্টেশনে খানখানাপুর ও পাশ্ববর্তী ইউনিয়নের সর্বস্তরের জনগণ এর ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়েছে।

ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সাধারণ সম্পাদক ও খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম লাল, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ফরহাদ হোসেন নান্নু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ হারুন, খানখানাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নব কুমার দত্ত, খানখানাপুর বাজার ব্যবসায়ী সমিতির ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান বাদশা, যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান ফারুকসহ খানখানাপুরের সর্বস্তরের বিভিন্ন শ্রেণীপেশার অনন্ত দুই শতাধিক মানুষ যাত্রা বিরতির দাবিতে এই মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের দাবী রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেন প্রতিদিন সকাল ৬ টা ৪০ মিনিটে ছেড়ে ঈশ্বরদী জংশন, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, কুমারখালি, খোকশা, পাংশা, কালুখালী জংশন, রাজবাড়ী হয়ে বেলা ১১ টা ১০ মিনিটে পাঁচুরিয়া জংশন যাত্রাবিরতি দিয়ে খানখানাপুর হয়ে ঢাকা গমন করে। কিন্তু খানখানাপুরের ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনে  ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করে না। ফলে প্রতিদিন মানুষের নানাবিধ ভোগান্তি সহ্য করে ঢাকা যেতে হয়। এলাকাবাসী খানখানাপুর স্টেশনে ঢাকাগামী সকল ট্রেনের যাত্রাবিরতির জন্য রেলওয়ের উর্ধতন কতৃপক্ষের নিকট দাবী জানান।

এ সময় বক্তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নগাথা তুলে ধরে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপে পদ্মা সেতু রেল সংযোজনায় সাধারণ মানুষ উপকৃত ও উচ্ছ্বসিত। পদ্মা সেতুর রেল সেবার সুফল ভোগ করার লক্ষ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি খানখানাপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় তারা ১৫ দিনের আলটিমেটাম জানিয়ে বলেন, খানখানাপুর ও গোয়ালন্দ সহ আশপাশের লোকজনের সুবিধার গ্রহনের জন্য আগামী ১৫ দিনের মধ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেনে যাত্রাবিরতি না দিলে আরো কঠোর কর্মসূচী গ্রহণ করবো। আশা করছি রেলওয়ে কতৃপক্ষ মানবিক দৃষ্টিকোণ থেকে খানখানাপুরে যাত্রা বিরতি দিবেন।