০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নুরুল ইসলামের রূহের মাগফেরাত কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল

হেলাল মাহমুদঃ দেশের শীর্ষ স্থানীয় শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রূহের মাগফেরাত কামনায় রাজবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদের উদ্যোগে বুধবার বিকালে (বাদ আছর) রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মনির হোসেন। রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, অনলাইন পোর্টাল বার্তা ২৪ এর স্টাফ করেসপন্ডেন্ট সোহেল মিয়া, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। শেষে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকালে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন মঙ্গলবার বাদ জোহর নিজের প্রতিষ্ঠিত যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে জানাযার নামাজ ও গার্ড অব অনার প্রদান শেষে তার জাতীয় পতাকা আবৃত মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে রাজবাড়ীর সাংবাদিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নুরুল ইসলামের রূহের মাগফেরাত কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল

পোস্ট হয়েছেঃ ১০:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০

হেলাল মাহমুদঃ দেশের শীর্ষ স্থানীয় শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রূহের মাগফেরাত কামনায় রাজবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদের উদ্যোগে বুধবার বিকালে (বাদ আছর) রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মনির হোসেন। রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, অনলাইন পোর্টাল বার্তা ২৪ এর স্টাফ করেসপন্ডেন্ট সোহেল মিয়া, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। শেষে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকালে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন মঙ্গলবার বাদ জোহর নিজের প্রতিষ্ঠিত যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে জানাযার নামাজ ও গার্ড অব অনার প্রদান শেষে তার জাতীয় পতাকা আবৃত মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে রাজবাড়ীর সাংবাদিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।