০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম করোনায় আক্রান্ত

রাজবাড়ীমেইল ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (৬৪) করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরার বাসায় চিকিৎসাধীন আছেন। তিনি স্ত্রী, তিন ছেলে, ছেলে বৌসহ এক নাতিকে নিয়ে বাসায় অবস্থান করছেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এ খবর শনিবার রাজাবাড়ী জেলায় প্রচার হলে দলীয় নেতৃবৃন্দ তাঁর খোঁজ খবর নিতে শুরু করেন।

বিএনপির সাবেক এই সাংসদ শনিবার মুঠোফোনে জানান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও দাদসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোকন উদ্দিন চৌধুরী অসুস্থ্য হয়ে ফরিদপুরের চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার খোঁজ খবর নিতে গত ১০ জুলাই শুক্রবার তিনি ঢাকা থেকে রাজবাড়ী আসেন। পরদিন ১১ জুলাই শনিবার রোকন চৌধুরীর চিকিৎসার খোঁজ খবর নিতে তিনি সমরিতা হাসপাতালে ফরিদপুর যান। সারাদিন সেখানে কাজ শেষ করে রাজবাড়ীর বাসায় ফিরেন। পরদিন ১২ জুলাই ঢাকার বাসায় ফিরেন। পরদিন ১৩ জুলাই তিনি শরীরে জ¦র অনুভব করেন। প্রাথমিকভাবে জ্বরের ওষুধপত্র সেবন করলেও তেমন উন্নতি হয়নি। বরং পরদিন ১৪ জুলাই থেকে তাঁর জ্বর, শরীরে প্রচ- ব্যাথা, মাথা ব্যাথা, ঠান্ডা, কার্শি ও শ্বাসকষ্ট দেখা দেয়। উপায়ন্তর না পেয়ে পরদিন ১৫ জুলাই সকালে স্ত্রী মাইনুন নাহারকে সাথে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে যান। এ সময় চিকিৎসকের পরামর্শে তাঁরা স্বামী-স্ত্রী উভয় করোনার নমুনা প্রদান করেন। ওই দিন রাতে স্ত্রীর নেগেটিভ ও তাঁর করোনা পজিটিভ হিসেবে রির্পোট হাতে পান। এরপর থেকে তিনি বসুন্ধরার নিজ ফ্লাটে স্ত্রী, তিন ছেলে, দুই ছেলে বৌ ও এক নাতিকে নিয়ে আছেন। সেখানে চিকিৎসকের পরামর্শে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। তবে আগের থেকে তিনি অনেকটা সুস্থ্য অনুভব করছেন।

আলাপকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ীমেইলকে আরো বলেন, কেউ আক্রান্ত না হলে বুঝবে না করোনাভাইরাস কি? তাই তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। পরিবার সাথে করে সাবধানে থাকুন, ভালো থাকুন। তিনি দলীয় নেতাকর্মী ও রাজবাড়ী জেলাবাসীর কাছে তাঁর এবং পরিবারের সকলের সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু বলেন, তাঁর করোনা আক্রান্তের খবর অনেকে জানতো না। শনিবার এ খবর জানাজানি হলে সবাই তাঁর খোঁজ নেয়া শুরু করেন। সাবেক এই সাংসদের করোনা আক্রান্তের খবরে দলীয় নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম করোনায় আক্রান্ত

পোস্ট হয়েছেঃ ০৮:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (৬৪) করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরার বাসায় চিকিৎসাধীন আছেন। তিনি স্ত্রী, তিন ছেলে, ছেলে বৌসহ এক নাতিকে নিয়ে বাসায় অবস্থান করছেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এ খবর শনিবার রাজাবাড়ী জেলায় প্রচার হলে দলীয় নেতৃবৃন্দ তাঁর খোঁজ খবর নিতে শুরু করেন।

বিএনপির সাবেক এই সাংসদ শনিবার মুঠোফোনে জানান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও দাদসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোকন উদ্দিন চৌধুরী অসুস্থ্য হয়ে ফরিদপুরের চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার খোঁজ খবর নিতে গত ১০ জুলাই শুক্রবার তিনি ঢাকা থেকে রাজবাড়ী আসেন। পরদিন ১১ জুলাই শনিবার রোকন চৌধুরীর চিকিৎসার খোঁজ খবর নিতে তিনি সমরিতা হাসপাতালে ফরিদপুর যান। সারাদিন সেখানে কাজ শেষ করে রাজবাড়ীর বাসায় ফিরেন। পরদিন ১২ জুলাই ঢাকার বাসায় ফিরেন। পরদিন ১৩ জুলাই তিনি শরীরে জ¦র অনুভব করেন। প্রাথমিকভাবে জ্বরের ওষুধপত্র সেবন করলেও তেমন উন্নতি হয়নি। বরং পরদিন ১৪ জুলাই থেকে তাঁর জ্বর, শরীরে প্রচ- ব্যাথা, মাথা ব্যাথা, ঠান্ডা, কার্শি ও শ্বাসকষ্ট দেখা দেয়। উপায়ন্তর না পেয়ে পরদিন ১৫ জুলাই সকালে স্ত্রী মাইনুন নাহারকে সাথে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে যান। এ সময় চিকিৎসকের পরামর্শে তাঁরা স্বামী-স্ত্রী উভয় করোনার নমুনা প্রদান করেন। ওই দিন রাতে স্ত্রীর নেগেটিভ ও তাঁর করোনা পজিটিভ হিসেবে রির্পোট হাতে পান। এরপর থেকে তিনি বসুন্ধরার নিজ ফ্লাটে স্ত্রী, তিন ছেলে, দুই ছেলে বৌ ও এক নাতিকে নিয়ে আছেন। সেখানে চিকিৎসকের পরামর্শে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। তবে আগের থেকে তিনি অনেকটা সুস্থ্য অনুভব করছেন।

আলাপকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ীমেইলকে আরো বলেন, কেউ আক্রান্ত না হলে বুঝবে না করোনাভাইরাস কি? তাই তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। পরিবার সাথে করে সাবধানে থাকুন, ভালো থাকুন। তিনি দলীয় নেতাকর্মী ও রাজবাড়ী জেলাবাসীর কাছে তাঁর এবং পরিবারের সকলের সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু বলেন, তাঁর করোনা আক্রান্তের খবর অনেকে জানতো না। শনিবার এ খবর জানাজানি হলে সবাই তাঁর খোঁজ নেয়া শুরু করেন। সাবেক এই সাংসদের করোনা আক্রান্তের খবরে দলীয় নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।