০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে লোকসানে ডাল জাতীয় ফসলের আবাদ এক বছরে কমেছে ১২০০ হেক্টর

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর ফসলী জমি ডাল আবাদের জন্যে সুনাম ছিল। ছোলা, মুগ, খেসারি, মসুরি ও মটরসহ বিভিন্ন ডালের ব্যাপক আবাদ হত। কয়েক বছর ধরে ডাল আবাদে লোকসান হওয়ায় আবাদ কম করছেন চাষিরা। ডাল চাষ করে যে টাকা খরচ হচ্ছে বিভিন্ন ধরনের পোকা ও রোগের আক্রমন ও ইদুরের প্রকোপের কারনে আশানুরুপ ফলন না পাওয়ায় চাষিদের সে টাকাই উঠছেনা।

ফলন বিপর্যয়ের কারনে চাষিরা দিন দিন এর আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অন্যদিকে ধান সহ মশলা জাতীয় ফসলের বাজার দর বেশি পাওয়ায় ডালের আবাদ কমিয়েছেন। গত বছরের চেয়ে এ বছর ডালের আবাদ কমেছে ১২০০ হেক্টর। গত তিন বছরে কমেছে প্রায় আড়াই হাজার হেক্টরেরও বেশি।

রাজবাড়ীর সদর, পাংশা, কালুখালী, গোয়ালন্দ ও বালিয়াকান্দিতে দুই-তিন বছর আগেও ডাল জাতীয় ফসলের মধ্যে মসুর, খেসারী, মটর, মুগ, মাসকলাই ও ছোলার আবাদ হত ব্যাপকভাবে। কয়েক বছর ধরে ডালের বাজার দর কম, বিঘা প্রতি ফলন কম হওয়া, পোকা মাকরের আক্রমন, নানা ধরনের রোগ বালাই’র কারনে চাষিরা ডালের আবাদে আগ্রহ হারাচ্ছেন। ছোলার আবাদ একবারে কমেছে ফসলী মাঠগুলোতে। অন্যদিকে ধান, পেঁয়াজ, রসুন ও গমের ফলন ভালো ও বাজার দর বেশি থাকায় এ জাতীয় ফসল আবাদে চাষিরা ঝুঁকছেন। যেখানে বিঘা প্রতি কৃষকদের ডালের আবাদে খরচ হয় ৩ থেকে ৫ হাজার টাকা। নানা প্রতিকুলতার কারনে দেড় থেকে দুই মণের বেশি পাওয়া ফলন যায়না। এতে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে প্রতিবছর। গত তিন বছরের জেলায় প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে সব ধরনের ডালের আবাদ কমেছে। সব চেয়ে বেশি আবাদ কমেছে ছোলা ও মসুরের।

পাঁচুরিয়া ইউয়িনের ব্রাম্মনদিয়ার কৃষক আলমগীর হোসেন, আবুল কালাম ও মান্নান তারা গত বছরও বেশ কয়েক বিঘা জমিতে মসুর, খেসারী, মটর, মুগ, মাসকলাই ও ছোলার চাষ করেছিলেন। কিন্তু তাদের সে সময় খরচের টাকাই উঠেনি ডাল উৎপাদন করে। ফলন কম, খরচ বেশি লবনাক্ততা, ভাইরাস ও ছত্রাক জনিত কারনে ক্ষেতে ফসল নষ্ট হওয়া, পোকার আক্রমন, ইদুরের উৎপাত এসব নানা কারনে তাদের বড় ধরনের লোকসান হওয়ায় এবছর তারা ডাল জাতীয় ফসরের আবাদম কমিয়েছেন। ডাল আবাদে নানা ধরনের সমস্যা থাকলেও কোন কৃষি কর্মকর্তা তাদের আবাদী ক্ষেত দেখতে আসেনা বলে অভিযোগ করেন।

রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক এসএম সহীদ নুর আকবর বলেন, রাজবাড়ীতে ধানের বাজার দর বেশি ও পেঁয়াজ রসুনের আবাদ বৃদ্ধির কারনে প্রায় ১২০০ হেক্টর ডাল জাতীয় ফসলের আবাদ কমেছে। গত তিন বছরে কমেছে আড়াই হাজার হেক্টরেরও বেশি। তবে আগামীতে ডালের আবাদ বৃদ্ধিতে চাষিদের পরামর্শ দেয়া হবে। এদিকে ডাল উৎপাদনে কৃষকদের বড় সমস্যা হলো স্ট্যাম ফাইলার ডিজিজ। এর প্রভাবে ডালের গাছ মরে যায় ও নষ্ট হয়ে যায়। এ থেকে পরিত্রান পেতে কীটনাশক (নাটিবো) ছিটিয়ে দেওয়ার পরামর্শ প্রদান করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে লোকসানে ডাল জাতীয় ফসলের আবাদ এক বছরে কমেছে ১২০০ হেক্টর

পোস্ট হয়েছেঃ ১২:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর ফসলী জমি ডাল আবাদের জন্যে সুনাম ছিল। ছোলা, মুগ, খেসারি, মসুরি ও মটরসহ বিভিন্ন ডালের ব্যাপক আবাদ হত। কয়েক বছর ধরে ডাল আবাদে লোকসান হওয়ায় আবাদ কম করছেন চাষিরা। ডাল চাষ করে যে টাকা খরচ হচ্ছে বিভিন্ন ধরনের পোকা ও রোগের আক্রমন ও ইদুরের প্রকোপের কারনে আশানুরুপ ফলন না পাওয়ায় চাষিদের সে টাকাই উঠছেনা।

ফলন বিপর্যয়ের কারনে চাষিরা দিন দিন এর আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অন্যদিকে ধান সহ মশলা জাতীয় ফসলের বাজার দর বেশি পাওয়ায় ডালের আবাদ কমিয়েছেন। গত বছরের চেয়ে এ বছর ডালের আবাদ কমেছে ১২০০ হেক্টর। গত তিন বছরে কমেছে প্রায় আড়াই হাজার হেক্টরেরও বেশি।

রাজবাড়ীর সদর, পাংশা, কালুখালী, গোয়ালন্দ ও বালিয়াকান্দিতে দুই-তিন বছর আগেও ডাল জাতীয় ফসলের মধ্যে মসুর, খেসারী, মটর, মুগ, মাসকলাই ও ছোলার আবাদ হত ব্যাপকভাবে। কয়েক বছর ধরে ডালের বাজার দর কম, বিঘা প্রতি ফলন কম হওয়া, পোকা মাকরের আক্রমন, নানা ধরনের রোগ বালাই’র কারনে চাষিরা ডালের আবাদে আগ্রহ হারাচ্ছেন। ছোলার আবাদ একবারে কমেছে ফসলী মাঠগুলোতে। অন্যদিকে ধান, পেঁয়াজ, রসুন ও গমের ফলন ভালো ও বাজার দর বেশি থাকায় এ জাতীয় ফসল আবাদে চাষিরা ঝুঁকছেন। যেখানে বিঘা প্রতি কৃষকদের ডালের আবাদে খরচ হয় ৩ থেকে ৫ হাজার টাকা। নানা প্রতিকুলতার কারনে দেড় থেকে দুই মণের বেশি পাওয়া ফলন যায়না। এতে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে প্রতিবছর। গত তিন বছরের জেলায় প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে সব ধরনের ডালের আবাদ কমেছে। সব চেয়ে বেশি আবাদ কমেছে ছোলা ও মসুরের।

পাঁচুরিয়া ইউয়িনের ব্রাম্মনদিয়ার কৃষক আলমগীর হোসেন, আবুল কালাম ও মান্নান তারা গত বছরও বেশ কয়েক বিঘা জমিতে মসুর, খেসারী, মটর, মুগ, মাসকলাই ও ছোলার চাষ করেছিলেন। কিন্তু তাদের সে সময় খরচের টাকাই উঠেনি ডাল উৎপাদন করে। ফলন কম, খরচ বেশি লবনাক্ততা, ভাইরাস ও ছত্রাক জনিত কারনে ক্ষেতে ফসল নষ্ট হওয়া, পোকার আক্রমন, ইদুরের উৎপাত এসব নানা কারনে তাদের বড় ধরনের লোকসান হওয়ায় এবছর তারা ডাল জাতীয় ফসরের আবাদম কমিয়েছেন। ডাল আবাদে নানা ধরনের সমস্যা থাকলেও কোন কৃষি কর্মকর্তা তাদের আবাদী ক্ষেত দেখতে আসেনা বলে অভিযোগ করেন।

রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক এসএম সহীদ নুর আকবর বলেন, রাজবাড়ীতে ধানের বাজার দর বেশি ও পেঁয়াজ রসুনের আবাদ বৃদ্ধির কারনে প্রায় ১২০০ হেক্টর ডাল জাতীয় ফসলের আবাদ কমেছে। গত তিন বছরে কমেছে আড়াই হাজার হেক্টরেরও বেশি। তবে আগামীতে ডালের আবাদ বৃদ্ধিতে চাষিদের পরামর্শ দেয়া হবে। এদিকে ডাল উৎপাদনে কৃষকদের বড় সমস্যা হলো স্ট্যাম ফাইলার ডিজিজ। এর প্রভাবে ডালের গাছ মরে যায় ও নষ্ট হয়ে যায়। এ থেকে পরিত্রান পেতে কীটনাশক (নাটিবো) ছিটিয়ে দেওয়ার পরামর্শ প্রদান করেন।