০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপির ১৩ নেতাকর্মীর নামে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও সহ সভাপতিসহ ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। গত শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে পাংশা উপজেলা যুবলীগ নেতা মো. আকমল হোসেন পাংশা মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।

তিনি বলেন, দেশব্যাপী বিএনপির জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে শনিবার বিকালে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেয় পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ। মিছিলটি পাংশা উপজেলা আওয়ামী কার্যালয় থেকে বের হয়ে পাংশা শহর প্রদক্ষিণ করার সময় দ্বিপ এগ্রো ফুড এলাকায় পৌছালে মিছিলের উপর বিএনপি-জামাতের সন্ত্রাসীরা হামলা করে বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় আমি ও আমার সহকর্মী রাজিব (২৫) আহত হই।

এ মামলায় আসামি হিসেবে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সহ-সভাপতি বিধান বিশ্বাস সহ বিএনপির ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫/২০জনকে আসামি করা হয়েছে।

মামলা প্রধান আসামি মো. চাঁদ আলী খান মুঠোফোনে বলেন, যুবলীগের মিছিলে বোমা বিস্ফোরণের কোন ঘটনা ঘটেনি। এটা তাদের সাজানো নাটক। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার জন্যই এই মামলা করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পাংশা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, বিস্কোরক আইনে ১৩ ব্যক্তির নামে অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপির ১৩ নেতাকর্মীর নামে থানায় মামলা

পোস্ট হয়েছেঃ ০৯:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও সহ সভাপতিসহ ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। গত শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে পাংশা উপজেলা যুবলীগ নেতা মো. আকমল হোসেন পাংশা মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।

তিনি বলেন, দেশব্যাপী বিএনপির জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে শনিবার বিকালে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেয় পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ। মিছিলটি পাংশা উপজেলা আওয়ামী কার্যালয় থেকে বের হয়ে পাংশা শহর প্রদক্ষিণ করার সময় দ্বিপ এগ্রো ফুড এলাকায় পৌছালে মিছিলের উপর বিএনপি-জামাতের সন্ত্রাসীরা হামলা করে বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় আমি ও আমার সহকর্মী রাজিব (২৫) আহত হই।

এ মামলায় আসামি হিসেবে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সহ-সভাপতি বিধান বিশ্বাস সহ বিএনপির ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫/২০জনকে আসামি করা হয়েছে।

মামলা প্রধান আসামি মো. চাঁদ আলী খান মুঠোফোনে বলেন, যুবলীগের মিছিলে বোমা বিস্ফোরণের কোন ঘটনা ঘটেনি। এটা তাদের সাজানো নাটক। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার জন্যই এই মামলা করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পাংশা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, বিস্কোরক আইনে ১৩ ব্যক্তির নামে অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।