হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ মানব কল্যাণে আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক ঝাঁক তরুণ-যুবকদের স্বেচ্ছাসেবী সংগঠন জন্ম মানবতার জন্য (জমজ) অসহায় ৩০০ মানুষের মধ্যে ত্রান বিতরণ করেছেন। গত বুধবার (৪ আগষ্ট) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেলার মাঠে এ ত্রাণ বিতরণ করা হয় ।
স্বেচ্ছাসেবী সংগঠন যমজের সভাপতি খাজা আব্দুস সাত্তার বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লাল, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী মোল্লা, সূরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের বর্তমান অধ্যক্ষ মুন্সি আব্দুল জব্বার, সাবেক অধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন বিশ্বাস, স্বেচ্ছাসেবী সংগঠন যমজের সাধারন সম্পাদক সাইফুজ্জামান সাগর, দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম সিজান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি খাজা আব্দুস সাত্তার বাবলু বলেন, করোনাকালীন সময়ের গত জুন মাসে আমাদের সংগঠনের উদ্ধোধন করা হয়। গ্রামের হত দরিদ্র সাধারন মানুষের মধ্যে করোনাকালীিন সময়ে জনসচেতনাতা বৃদ্ধি, করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার সহযোগীতা, আক্রান্ত রোগীকে সার্বিক সেবা প্রদান, মূমুর্ষ রোগীদের অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সরবরাহ মৃত লাশের দাফন সৎকার গরীব দূঃস্থদের বিশেষ সহায়তা প্রদান করে থাকি। আজ ৩০০ অসহায় মানুষের মধ্যে সংগঠনের পক্ষ থেকে চাউল, আটা ডাউল, তেল, লবণ সাবান দেওয়া হলো বলে জানান তিনি।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবী সংগঠন (যমজ) অসহায় মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে তা নিশ্চয়ই প্রশংসার দাবী রাখে। তিনি আরো বলেন, জেলার ১৪টি ইউনিয়নের মধ্যে খানখানাপুর ইউনিয়নে জমজের এ কর্যক্রম দেখে আমি খুশি হয়েছি। খানখানাপুর ও পাঁচুরিয়া ইউনিয়নের ৩০০ অসহায় মানুষের মধ্যে তারা যে ত্রাণ বিতরণ করছেন তা স্বরনীয় হয়ে থাকবে।