০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবো-তোফাজ্জেল হোসেন

ষ্টাফ রিপোর্টারঃ আসন্ন পৌর নির্বাচনে রাজবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র ও বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন মিয়া। তবে বিএনপি থেকে দলীয় মননোয়ন চাইবেন। দলীয় মনোনয়ন না পেলে এবার স্বতন্ত্র প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন।

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, পৌরসভার দুই বারের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণকারী মরহুম আক্কাছ আলী মিয়ার উত্তরসুরী পুত্র মো. তোফাজ্জেল হোসেন মিয়া বর্তমানে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক। এর আগের কমিটিতে তিনি জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।

২০১১ সালের পৌরসভা নির্বাচনে রাজবাড়ী পৌরসভার বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হন। ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারী তিনি আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ এবং নির্ধারিত মেয়াদ অনুযায়ী ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। গত পৌরসভা নির্বাচনেও তিনি প্রথমে মেয়র প্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন পান। কিন্তু পরবর্তীতে দল প্রার্থী পরিবর্তন করায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন। তবে এবার বিএনপির নেতা-কর্মীদের দাবীর প্রেক্ষিতে তিনি প্রার্থী হচ্ছেন।

এ ব্যাপারে মো. তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, এবার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি থেকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয় চাইবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার ম্যাসেজ পৌঁছে দিয়েছি। আশা করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন।

তিনি আরো বলেন, বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও পারিবারিক ঐতিহ্য ও আমার ব্যক্তিগত অর্জনের ধারাবাহিকতায় জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ্। তবে দলের প্রতি আমার ভালোবাসা ও আনুগত্য অটুট থাকবে। আমি দৃঢ়ভাবে আশাবাদী, আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে আমাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এছাড়া সব শ্রেণী-পেশার মানুষের দোয়া ও সমর্থন পাবো বলে বিশ্বাস করি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবো-তোফাজ্জেল হোসেন

পোস্ট হয়েছেঃ ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ আসন্ন পৌর নির্বাচনে রাজবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র ও বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন মিয়া। তবে বিএনপি থেকে দলীয় মননোয়ন চাইবেন। দলীয় মনোনয়ন না পেলে এবার স্বতন্ত্র প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন।

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, পৌরসভার দুই বারের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণকারী মরহুম আক্কাছ আলী মিয়ার উত্তরসুরী পুত্র মো. তোফাজ্জেল হোসেন মিয়া বর্তমানে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক। এর আগের কমিটিতে তিনি জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।

২০১১ সালের পৌরসভা নির্বাচনে রাজবাড়ী পৌরসভার বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হন। ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারী তিনি আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ এবং নির্ধারিত মেয়াদ অনুযায়ী ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। গত পৌরসভা নির্বাচনেও তিনি প্রথমে মেয়র প্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন পান। কিন্তু পরবর্তীতে দল প্রার্থী পরিবর্তন করায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন। তবে এবার বিএনপির নেতা-কর্মীদের দাবীর প্রেক্ষিতে তিনি প্রার্থী হচ্ছেন।

এ ব্যাপারে মো. তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, এবার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি থেকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয় চাইবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার ম্যাসেজ পৌঁছে দিয়েছি। আশা করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন।

তিনি আরো বলেন, বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও পারিবারিক ঐতিহ্য ও আমার ব্যক্তিগত অর্জনের ধারাবাহিকতায় জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ্। তবে দলের প্রতি আমার ভালোবাসা ও আনুগত্য অটুট থাকবে। আমি দৃঢ়ভাবে আশাবাদী, আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে আমাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এছাড়া সব শ্রেণী-পেশার মানুষের দোয়া ও সমর্থন পাবো বলে বিশ্বাস করি।