০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশা বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জনের ৭৩ জনই ফেল

মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জন পরীক্ষা অংশগ্রহণ করে পাস করেছে মাত্র দুইজন। বাকি ৭৩ জনই ফেল।প্রতিষ্ঠানটির এই ফলাফলে ক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিষ্ঠানটিতে গড় পাসের হাড় ২.৬৭ শতাংশ। তবে পাস করা দুইজন শিক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে।  রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত এ ফলাফলে হতাশা প্রকাশ করেছেন অত্র এলাকার অবিভাবকসহ এলাকাবাসী।

এলাকার কয়েকজন বলেন, ওই দুই জন শিক্ষার্থীর জন্য শতভাগ ফেলের তালিকায় নাম উঠেনি কলেজটির। তবে, এভাবে চলতে থাকলে সামনে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তারা আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে এইচএসসির ফলাফল মোটামোটি ভালো ছিলো। তবে সরকারি হওয়ার পর থেকে কলেজের ফলাফলের মান অনেক খারাপ। শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের ঠিকমত পাঠদান করান না।

জানা যায়, কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। কলেজটিতে অধ্যক্ষসহ পাঠদানের জন্য রয়েছে ২৭ জন শিক্ষক ও ১৪ জন কর্মচারী। ২০২১ সালে এটি জাতীয়করণ হয়।

কলেজের অধ্যক্ষ মো. নবিউল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে ফলাফল কেন খারাপ হয়েছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি একটি অনুষ্ঠানে ব্যস্ত আছি, কলেজের অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলেন।

এ বিষয়ে সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার বলেন, আমাদের এলাকা থেকে কলেজ অনেক দূরে। এজন্য নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা যাতে কম খরচে লেখাপড়া করতে পারে সেই উদ্দেশ্যে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। যখন ম্যানেজিং কমিটির মাধ্যমে কলেজ পরিচালনা হত তখন ফলাফল অনেক ভালো ছিল। কলেজটি সরকারি হওয়ার পর আমরা ভেবেছিলাম পড়ালেখার মান আরো বাড়বে। কিন্তু পড়ালেখার মান অনেক খারাপ হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সরকারি হবার পর শিক্ষকদের শ্রেণি কক্ষে যাওয়ার পরিমানও কমেছে।

তিনি আরও বলেন, বর্তমানে সরকারি হওয়াতে মনে হচ্ছে শিক্ষাকদের লাগাম ধরার মতো কেউ নেই। এমন চলতে থাকলে এলাকার ভবিষৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। শিক্ষা মন্ত্রণালয়কে কলেজটি তদন্ত করার দাবি জানাই।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশা বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জনের ৭৩ জনই ফেল

পোস্ট হয়েছেঃ ১০:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জন পরীক্ষা অংশগ্রহণ করে পাস করেছে মাত্র দুইজন। বাকি ৭৩ জনই ফেল।প্রতিষ্ঠানটির এই ফলাফলে ক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিষ্ঠানটিতে গড় পাসের হাড় ২.৬৭ শতাংশ। তবে পাস করা দুইজন শিক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে।  রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত এ ফলাফলে হতাশা প্রকাশ করেছেন অত্র এলাকার অবিভাবকসহ এলাকাবাসী।

এলাকার কয়েকজন বলেন, ওই দুই জন শিক্ষার্থীর জন্য শতভাগ ফেলের তালিকায় নাম উঠেনি কলেজটির। তবে, এভাবে চলতে থাকলে সামনে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তারা আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে এইচএসসির ফলাফল মোটামোটি ভালো ছিলো। তবে সরকারি হওয়ার পর থেকে কলেজের ফলাফলের মান অনেক খারাপ। শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের ঠিকমত পাঠদান করান না।

জানা যায়, কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। কলেজটিতে অধ্যক্ষসহ পাঠদানের জন্য রয়েছে ২৭ জন শিক্ষক ও ১৪ জন কর্মচারী। ২০২১ সালে এটি জাতীয়করণ হয়।

কলেজের অধ্যক্ষ মো. নবিউল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে ফলাফল কেন খারাপ হয়েছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি একটি অনুষ্ঠানে ব্যস্ত আছি, কলেজের অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলেন।

এ বিষয়ে সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার বলেন, আমাদের এলাকা থেকে কলেজ অনেক দূরে। এজন্য নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা যাতে কম খরচে লেখাপড়া করতে পারে সেই উদ্দেশ্যে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। যখন ম্যানেজিং কমিটির মাধ্যমে কলেজ পরিচালনা হত তখন ফলাফল অনেক ভালো ছিল। কলেজটি সরকারি হওয়ার পর আমরা ভেবেছিলাম পড়ালেখার মান আরো বাড়বে। কিন্তু পড়ালেখার মান অনেক খারাপ হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সরকারি হবার পর শিক্ষকদের শ্রেণি কক্ষে যাওয়ার পরিমানও কমেছে।

তিনি আরও বলেন, বর্তমানে সরকারি হওয়াতে মনে হচ্ছে শিক্ষাকদের লাগাম ধরার মতো কেউ নেই। এমন চলতে থাকলে এলাকার ভবিষৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। শিক্ষা মন্ত্রণালয়কে কলেজটি তদন্ত করার দাবি জানাই।